হায়দরাবাদ, 6 অক্টোবর: নেদারল্যান্ডের বিরুদ্ধে শুরুতেই ধাক্কা বাবর আজমদের ৷ পাওয়ার-প্লে’র 10 ওভারের মধ্যে দুই ওপেনার এবং অধিনায়ক বাবর আজমের উইকেট হারিয়ে চাপে পাকিস্তান ৷ ম্যাচের চতুর্থ ওভারে পাকিস্তানের 15 রানের মাথায় আউট হন ফখর ৷ অন্যদিকে, অধিনায়ক বাবর আজম এবং ইমাম-উল-হক সাবধানি ইনিংস খেললেও ৷ 9 নম্বর ওভারে বাবর মাত্র 5 রান করে আউট হন ৷ ইমাম-উল-হক মাত্র 15 রান করে আউট ৷ 10 ওভার শেষে পাকিস্তান 3 উইকেট হারিয়ে 43 রান করেছে ৷
পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৷ 2011 সালের পর ফের বিশ্বকাপে নেদারল্যান্ডস খেলতে নেমেছে ৷ তবে, বিশ্বকাপের আগে অন্যতম ফেভারিট হিসেবে মনে হওয়া পাকিস্তান, এই টুর্নামেন্ট শুরু হতে হতে দূর্বল দলগুলির একটি হিসেবে দেখা দিয়েছে ৷ বিশেষত, ব্যাটিং-অর্ডারে অতিরিক্ত বাবর এবং মহম্মদ রিজওয়ানের প্রতি নির্ভরশীলতা পাকিস্তানকে সবচেয়ে বেশি ভোগাবে বলে মনে করছে ৷