হ্যাংঝাউ, 27 সেপ্টেম্বর: এশিয়াডের মঞ্চে আন্তর্জাতিক টি-20'র রেকর্ড ভাঙল নেপালের দুই ব্যাটার ৷ সেই সঙ্গে আরও একটি নয়া রেকর্ড গড়ল আইসিসি’র এই অ্যাসোসিয়েট সদস্য দেশটি ৷ যেখানে টি-20 আন্তর্জাতিকে যুবরাজ সিংয়ের দ্রুততম হাফসেঞ্চুরি এবং রোহিত শর্মা এবং ডেভিড মিলারের দ্রুততম (যুগ্ম) সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন নেপালের দীপেন্দ্র সিং এবং কুশল মাল্লা ৷ একই সঙ্গে টি-20 আন্তর্জাতিকে প্রথমে ব্যাটে করে সর্বাধিক 314 রান তোলার রেকর্ড গড়েছে নেপাল ৷
এদিন এশিয়াডে পুরুষদের ক্রিকেটে কোয়ালিফায়ার রাউন্ডের প্রথমদিন নেপাল মুখোমুখি হয়েছিল মঙ্গোলিয়ার ৷ যে ম্যাচে টস জিতে নেপালকে প্রথমে ব্যাট করতে পাঠায় মঙ্গোলিয়া ৷ নেপালের 3 নম্বর ব্যাটার 19 বছরের কুশল মাল্লা মাত্র 34 বলে সেঞ্চুরি করেন ৷ যা আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ৷ এতদিন এই রেকর্ডের যৌথ মালিক ছিলেন রোহিত শর্মা এবং ডেভিড মিলার ৷ তাঁদের সেই রেকর্ড ভেঙেছেন 19 বছরের তরুণ ৷ তিনি 50 বলে 137 রান করেছেন তিনি ৷