নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেলের ব্যাটিংয়ের প্রশংসা অজি অফস্পিনার নাথন লায়নের ৷ দিল্লির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অশ্বিন-অক্ষরের সেঞ্চুরি পার্টনারশিপের কারণেই ভারত ব্যাটিং বিপর্যয় সামলে ম্যাচে ফিরেছিল (Nathan Lyon Praises Ravichandran Ashwin and Axar Patel) ৷ বিশেষত, অক্ষর প্যাটেলের 115 বলে 74 রানের ইনিংস সেই কাজটা আরও সহজ করে দেয় ৷ ফলে তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে 2-0 লিড নিয়েছে ভারত ৷
এদিন অজি অফস্পিনার অশ্বিন-অক্ষরের প্রশংসায় বলেন, ‘‘এটা স্পষ্ট করে দিতে চাই যে, ওরা ভারতের লোয়ার অর্ডার ব্যাটার নয় ৷ অ্যাশ এবং অক্ষর বিশ্বের যে কোনও সেরা টেস্ট দলের প্রথম 6 নম্বরে ব্যাট করতে পারে ৷ এটা বলা যেতে পারে, ওদের লম্বা টপ অর্ডার রয়েছে ৷’’ উল্লেখ্য, ভারত এই সিরিজের দু’টি ম্যাচেই উইকেট-কিপার-সহ 6 জন ফ্রন্টলাইন ব্যাটার এবং 3 জন বোলিং অল-রাউন্ডার খেলিয়ে ছিলেন ৷ যাঁদের মধ্যে অশ্বিন এবং জাদেজার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে ৷