কলকাতা, 28 ডিসেম্বর : চিকিৎসক দেবী শেট্টির তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly Covid positive) ৷ করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বিসিসিআই প্রেসিডেন্ট । তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সূত্রের খবর, প্রাক্তন ভারত অধিনায়কের অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী সৌরভের পরিবারের কাছে তাঁর খোঁজ নেন।
শুধু প্রধানমন্ত্রী নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ফোন করেন সৌরভকে । খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও ৷ অন্যদিকে সৌরভের অসুস্থতায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছেন মুখ্যমন্ত্রী । সেখান থেকেই সৌরভের খবর নিলেন তিনি । প্রাক্তন ভারত অধিনায়ককে ফোন করে তাঁর শারীরিক অবস্থা জানতে চান । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষও স্নেহাশিস গাঙ্গুলিকে ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নেন । মহারাজের আরোগ্য কামনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷