কলম্বো, 25 জুলাই : অবশেষে হয়ত ভারতের নীল জার্সিতে অভিষেক হতে চলেছে বরুণ চক্রবর্তীর ৷ আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20-র প্রথম একাদশে হয়ত জায়গা পেতে চলেছেন কেকেআরের এই রহস্য স্পিনার ৷
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-র পরই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন ৷ তবে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হয়নি চোটের কারণে ৷ একই কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলা হয়নি বরুণের ৷ তবে এবার কোচ রাহুল দ্রাবিড়ের হাত ধরে হয়ত অভিষেক হতে চলেছে চেন্নাইয়ের এই রহস্য স্পিনারের ৷
সামনেই টি-20 বিশ্বকাপ ৷ আপাতত সেই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ায়ই লক্ষ্য করেছিলেন বরুণ ৷ তবে তার জন্য শ্রীলঙ্কা সফরে ভাল পারফর্ম করতে হবে তাঁকে ৷ বরুণ চক্রবর্তী অফ ব্রেকস ও ক্যারাম বল করতে পারেন ৷ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের দক্ষতা তিনি দেখিয়েছেন ৷