পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rohit on His Batting Approach: বোলারের থেকে একধাপ এগিয়ে থাকতে হবে, ব্যাটিং নিয়ে মত রোহিতের - বর্ডার গাভাসকর ট্রফি

অজি স্পিনারদের সামলানোর ক্ষেত্রে একমাত্র সফল ব্যাটার রোহিত শর্মা (Rohit on His Batting Approach) ৷ নিজের সেই সাফল্যের রহস্য নিয়ে বুধবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে আলোকপাত করলেন ভারত অধিনায়ক ৷

Rohit on His Batting Approach ETV BHARAT
Rohit on His Batting Approach

By

Published : Mar 8, 2023, 9:32 PM IST

আমেদাবাদ, 8 মার্চ: কঠিন পিচে ব্যাট করার জন্য সবসময় একরকম পদ্ধতি কাজ করে না-বলে মনে করেন রোহিত শর্মা ৷ তা নির্ভর করে দলের কী প্রয়োজন, তার উপরে ৷ চতুর্থ টেস্ট শুরুর আগের দিন ভারত অধিনায়ক সাংবাদিক বৈঠকে এসে দলের ব্যাটিং নিয়ে একথা বলেন (His Method is Stay Slightly Ahead of Bowlers) ৷ রোহিত এই মুহূর্তে সিরিজে ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন ৷ 3 ম্যাচে 207 রান করেছেন তিনি ৷ যার মধ্যে নাগপুরে প্রথম টেস্টে 120 রানের একটি ইনিংস রয়েছে ক্যাপ্টেনের দখলে ৷

রোহিত শুধু ভারতীয় ব্যাটারদের মধ্যে সবেচেয় বেশি রান করেছেন তা নয়, দলের বাকি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি অজি স্পিনারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ দেখিয়েছে তাঁকে ৷ গত 3 ম্যাচে বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারার মতো সঠিক টেকনিকে স্পিন খেলা ব্যাটারদের সমস্যায় পড়তে দেখা গিয়েছে ৷ কোহলি এই সিরিজে 3 ম্যাচে 111 রান করেছেন ৷ আর তিন নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা 98 ৷ সেখানে রোহিতকে অনেক বেশি স্বাভাবিকভাবে খেলতে দেখা গিয়েছে অজি স্পিনারদের বিরুদ্ধে ৷

আর এই স্বচ্ছন্দে অজি স্পিনারদের সামলানোর কৌশল কী ? আর সতীর্থদের এ নিয়ে কিছু পরামর্শ কি তিনি দিয়েছেন ? যার জবাবে রোহিত জানান, তিনি মনে করেন, এই ধরনের উইকেটে বোলারের থেকে সবসময় কিছুটা এগিয়ে থেকে খেলতে হবে ৷ আর সেটাই 22 গজে নেমে তিনি করেন বলে জানান ৷ তাঁর কথায় বোলার কিছু করার আগেই নিজেকে ঠিক করে নিতে হবে, ওই বলকে কীভাবে খেলতে হবে ৷ তবে, দলের বাকি সতীর্থরা কীভাবে খেলবেন, সেটা সম্পূর্ণ তাঁদের নিজস্ব স্টাইলের উপর নির্ভর করছে বলে জানান রোহিত ৷

আরও পড়ুন:আমেদাবাদে টেস্ট অভিষেকের সম্ভাবনা ঈশান কিষাণের

ভারত অধিনায়ক জানিয়েছেন, তিনি সবসময় নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেন ৷ সেখানে বিশেষ বদল আনতে চান না ৷ উদাহরণ হিসেবে, তিনি নাগপুর টেস্টের প্রথম ইনিংসের কথা উল্লেখ করেন ৷ যেখানে প্রথম ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করে অজি বোলারদের সব পরিকল্পনাকে ভেস্তে দেন রোহিত ৷ তবে, আমেদাবাদ টেস্টে সেই পরিকল্পনা কাজ করবে কি না, তা সময়ই বলবে ৷

ABOUT THE AUTHOR

...view details