দুবাই, 22 অক্টোবর : নিজের সময়ে তিনি ছিলেন বিশ্বক্রিকেটের অন্যতম সেরা লেগ-স্পিনার ৷ 1992 এবং 1996 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে পাক বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র ছিলেন তিনি ৷ দেশের জার্সি গায়ে 144টি ওয়ান-ডে খেলা প্রাক্তন পাক তারকা স্পিনার মুস্তাক আহমেদ টি-20 বিশ্বকাপে কোহলিদের বিরুদ্ধে জয়ের মন্ত্র দিলেন বাবরদের ৷
আবু ধাবি টি-10 লিগের দল ডেকান গ্ল্যাডিয়েটর্সের কোচ জানিয়েছেন, 24 অক্টোবর যুযুধান দুই প্রতিপক্ষের লড়াই দুই দলের ক্রিকেটারদের মেজাজ নিয়ন্ত্রণে রাখার পরীক্ষা ৷ সংবাদসংস্থাকে প্রাক্তন পাক স্পিনার বলেছেন, "এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মেজাজ নিয়ন্ত্রণে রাখা ৷ যে দলের ক্রিকেটাররা এটা মাথায় রেখে মাঠে নামবে ম্য়াচ জয়ের সুযোগ তাদের বেশি থাকবে ৷ পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের পরিসংখ্য়ান অনেক ভাল ৷ কিন্তু পাকিস্তান এই বিষয়টা মাথায় নিয়ে খেলতে নামলে আরও পিছিয়ে পড়বে ৷"
মুস্তাক আহমেদ আরও বলেন, "দুবাইয়ের পিচে ম্য়াচ জয়ের জন্য প্রয়োজন অভিজ্ঞ ক্রিকেটারদের ৷ সেক্ষেত্রে শোয়েব এবং হাফিজের দলে ফিরে আসা পাকিস্তানকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ৷ নিঃসন্দেহে টিম ইন্ডিয়া টুর্নামেন্টের অন্যতম সেরা দল কিন্তু এই ম্যাচ হল মেজাজ নিয়ন্ত্রণে রাখার ম্য়াচ ৷ পাশাপাশি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকেই ভারতীয় ব্যাটিং বিভাগের তুরুপের তাস মনে করছেন প্রাক্তন পাক স্পিনার ৷