মুম্বই, 25 মার্চ: রবিবার উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম সিজনের ফাইনাল ৷ মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে মুখোমুখি হবে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স এবং মেগ ল্যাননিংয়ের দিল্লি ক্যাপিটালস (Mumbai Indians vs Delhi Capitals First WPL Final) ৷ বা বলা যেতে পারে ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ৷ যে ম্যাচকে টুর্নামেন্টের সেরা দুই দলের দ্বৈরথ বলা হচ্ছে ৷ যেখানে দুই দলই একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ জিতেছে ৷ তবে, সাম্প্রতিক ধারাবাহিকতার নিরিখে দিল্লিকে এই ম্যাচে কিছুটা এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা ৷ মূলত, ভারতীয় ওপেনার শেফালি বর্মা এবং অধিনায়ক মেগ ল্যাননিংয়ের বর্তমান ফর্মের নিরিখে ৷
তবে, মুম্বইয়ের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে তাঁদের ওপেনিং ৷ লিগ পর্যায়ে পরপর 5 ম্যাচ জিতে সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে উঠে এসেছিল মুম্বই ৷ কিন্তু, শেষ 4 ম্যাচে মুম্বইয়ের ওপেনিং বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ পাশাপাশি, টুর্নামেন্টের শুরু 5 ম্যাচে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের ব্যাটে রান ছিল ৷ সেখানে শেষ 4 ম্যাচ সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি হরমনপ্রীত ৷ যা মুম্বই শিবিরের বড় চিন্তার কারণ ৷ অলরাউন্ডার ন্যাট সিভার-ব্রান্টের অপরাজিত 72 রানের সুবাদে ইউপি ওয়ারিয়ার্সের বিরুদ্ধে 182 রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ কিন্তু, হরমনপ্রীত 15 বলে 14 রানে সোফি একিলস্টনের বলে বোল্ড হন ৷
তবে, এই টুর্নামেন্টে মুম্বইয়ের সবচেয়ে শক্তিশালী জায়গা তাঁদের বোলিং এবং ফিল্ডিং ৷ টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত মুম্বইয়ের ভারতীয় এবং বিদেশি বোলাররা নিয়মিত উইকেট তুলেছেন ৷ এমনকি টুর্নামেন্টে একমাত্র দল যাঁরা প্রতিপক্ষকে 4 ম্যাচে অল আউট করেছে ৷ এমনকী ইউপি ওয়ারিয়ার্সের বিরুদ্ধে এলিমিনিটরে প্রথম সিজনের প্রথম হ্যাটট্রিক করেছে মুম্বইয়ের ব্রিটিশ মিডিয়াম পেসার ইজি ওয়ং ৷ আর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট নেওয়া প্রথম পাঁচ বোলারের মধ্যে 4 জনই মুম্বইয়ের ৷ সাইকা ইশাক, ন্যাট সিভার-ব্রান্ট, হেলি ম্যাথিউ এবং ইজি ওয়ং ৷