মুম্বই, 15 মার্চ: অলরাউন্ড টিম পারফর্ম্যান্সের জেরে টানা 5 ম্যাচ জয় মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্সের ৷ আর সেই সঙ্গে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের দ্বিতীয় লেগের শুরুতেই প্লে-অফসে কোয়ালিফাই করে গেল ‘মুম্বই চি মুলগিস’ (Mumbai Indians Become First Team to Qualify for Playoffs) ৷ বুধবার রাতে গুজরাত জায়ান্টসকে 55 রানে ধরাশায়ী করেছেন হরমনপ্রীত কৌররা ৷ ম্যাচের সেরাও হয়েছেন তিনি ৷ টস হারার পর প্রথমে ব্যাট করে হরমনের 51 রানের ইনিংসে ভর করে মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স 8 উইকেটে 162 রান করে ৷ জবাবে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 107 রানে থেমে যায় গুজরাত ৷
প্রথম উইমেন্স প্রিমিয়র লিগে ধারাবাহিক ভালো পারফর্ম্যান্স করে যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ ব্যাটিং, বোলিং এবং আউট ফিল্ড ফিল্ডিংয়ে অসাধারণ পারফর্ম্যান্স দেখাচ্ছেন তাঁরা ৷ ফলে 5 ম্যাচে 5 জয় ৷ আর 10 পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফসে কোয়ালিফাই করেছে মুম্বই ৷ এই টুর্নামেন্টে একটি ম্যাচেও টস জেতেননি মুম্বইয়ের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৷ কিন্তু, প্রতিটি ম্যাচে দাপট দেখিয়েছে তাঁর দল ৷ প্লেয়ার এবং ক্যাপ্টেন হিসেবে তাঁর পারফর্ম্যান্সকেও একশোতে একশো নম্বর দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷
বুধবার মুম্বইয়ের হেলি ম্যাথিউজ কোনও রান পাননি ৷ তবে, যস্তিকা ভাটিয়া 37 বলে 44 রানের ইনিংস খেলেন ৷ ন্যাট সিভার-ব্রান্ট 36 রান করেন ৷ কিন্তু, গুজরাতের বোলিংয়ের সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে পারেননি তাঁরা ৷ অন্যান্য ম্যাচের থেকে এ দিন কিছুটা ধীর গতিতে এগোচ্ছিল মুম্বইয়ের ইনিংস ৷ একটা সময় 140 রান উঠবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল ৷ সেখান থেকেই মুম্বইয়ের ইনিংসের হাল ধরেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৷ উলটো দিক থেকে উইকেট পড়লেও তিনি নিজের আক্রমণাত্মক ভঙ্গি বজায় রেখেছিলেন ৷