পোর্ট অফ স্পেন, 20 জুলাই: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামছে ভারত ৷ কুইন্স পার্ক ওভালের এই ম্যাচ ক্রিকেটের সবচেয়ে কুলীন ফর্ম্যাটে ভারত-ওয়েস্ট ইন্ডিজের শততম সাক্ষাৎ ৷ তাতেই অভিষেক করতে চলেছেন মুকেশ কুমার ৷ অন্যদিকে, পোর্ট অফ স্পেনে কেরিয়ারের 500তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি ৷
ক্যারিবিয়ান সফরে দু'ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই 1-0 এগিয়ে রয়েছে ভারত ৷ ফলে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে নেওয়াই এখন লক্ষ্য রোহিত শর্মাদের ৷ প্রথম ম্যাচে কার্যত ধুয়েমুছে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ বদ্ধপরিকর শেষ ম্যাচ জিতে মুখরক্ষা করতে ৷ কুইন্স পার্ক ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ কুঁচকিতে চোটের কারণে দলের নির্ভরযোগ্য বোলার শার্দূল ঠাকুর দ্বিতীয় টেস্টে না-থাকায় টেস্ট ক্যাপ পেলেন বাংলার মুকেশ ৷ এর আগেই ওডিআই ম্যাচে নীল জার্সি গায়ে চড়িয়েছেন বাংলার পেসার ৷ ভরসায় জুগিয়েছেন বল হাতে ৷