পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mukesh Kumar Test Debut: ঐতিহাসিক টেস্টে অভিষেক বঙ্গ পেসারের, আগুন ঝরাতে তৈরি মুকেশ - বাংলার জোরে বোলার

ক্রিকেটের সবচেয়ে কুলীন ফর্ম্যাটে অভিষেক করতে চলেছেন মুকেশ কুমার ৷ ক্যারিবিয়ান সফরের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছেন বাংলার জোরে বোলার ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 20, 2023, 7:21 PM IST

Updated : Jul 20, 2023, 8:53 PM IST

পোর্ট অফ স্পেন, 20 জুলাই: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামছে ভারত ৷ কুইন্স পার্ক ওভালের এই ম্যাচ ক্রিকেটের সবচেয়ে কুলীন ফর্ম্যাটে ভারত-ওয়েস্ট ইন্ডিজের শততম সাক্ষাৎ ৷ তাতেই অভিষেক করতে চলেছেন মুকেশ কুমার ৷ অন্যদিকে, পোর্ট অফ স্পেনে কেরিয়ারের 500তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি ৷

ক্যারিবিয়ান সফরে দু'ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই 1-0 এগিয়ে রয়েছে ভারত ৷ ফলে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে নেওয়াই এখন লক্ষ্য রোহিত শর্মাদের ৷ প্রথম ম্যাচে কার্যত ধুয়েমুছে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ বদ্ধপরিকর শেষ ম্যাচ জিতে মুখরক্ষা করতে ৷ কুইন্স পার্ক ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ কুঁচকিতে চোটের কারণে দলের নির্ভরযোগ্য বোলার শার্দূল ঠাকুর দ্বিতীয় টেস্টে না-থাকায় টেস্ট ক্যাপ পেলেন বাংলার মুকেশ ৷ এর আগেই ওডিআই ম্যাচে নীল জার্সি গায়ে চড়িয়েছেন বাংলার পেসার ৷ ভরসায় জুগিয়েছেন বল হাতে ৷

ডমিনিকায় অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল ৷ 171 রান করে তরুণ ব্যাটার বুঝিয়ে দিয়েছেন, তিনি তৈরি ৷ কথা বলেছে রোহিতের ব্যাটও, তিন অঙ্কের সংখ্যা পেরিয়েছেন মুম্বইকর ৷ যদিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি শুভমন গিল ৷ তিন নম্বরে নেমে কয়েক বল খেলেই ক্রিজ ছেড়েছিলেন পঞ্জাব-তনয় ৷ পাটা পিচে ভালো শুরু করেও সেঞ্চুরি পেতে ব্যর্থ বিরাট ৷ 76 রান করে ফিরতে হয়েছে কোহলিকে ৷ 2018 সালের ডিসেম্বরে শেষবার বিদেশের মাটিতে সেঞ্চুরি এসেছিল কোহলির ব্যাটে ৷ নজিরের ম্যাচে সেই গাঁটও পেরতে চাইবেন 'কিং কোহলি' ৷

ভারতের একাদশ:রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা, ঈষান কিষাণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ

আরও পড়ুন: ক্যারিবিয়ান সফরের মাঝেই মগজে এশিয়া কাপ, পাকিস্তান নিয়ে ভাবিত নন দ্রাবিড়

Last Updated : Jul 20, 2023, 8:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details