লখনউ, 4 নভেম্বর: এবারের বিশ্বকাপে অন্যান্য বড় দলগুলির বিরুদ্ধে সমানে টক্কর দিয়েছে আফগানিস্তান ৷ এই মুহূর্তে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় 5 নম্বরে রয়েছে তারা ৷ আর এই অসাধারণ পারফর্ম্যান্সে অন্যতম ভূমিকা রয়েছে অফস্পিনার মুজিব-উর-রহমানের ৷ সেই মুজিবের ওয়ান-ডে ক্রিকেটে এক নতুন পালক যুক্ত হল ৷ 100 উইকেট শিকারি বোলারদের তালিকায় নাম লেখালেন তিনি ৷ 73 ওয়ান-ডে ম্যাচে 72 ইনিংসে 100 উইকেট তাঁর নামে ৷ শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে মুজিব 10 ওভারে 40 রান দিয়ে 1 উইকেট নেন ৷
লখনউয়ের ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে নেদারল্যান্ডসের ওপেনার ওয়েসলি ব্যারেসিকে লেগ-বিফর উইকেটের শিকার করেন মুজিব ৷ সেই সঙ্গে ওয়ান-ডে কেরিয়ারের 100তম শিকার তুলে নেন তিনি ৷ এই মুহূর্তে আফগানিস্তানের হয়ে প্রথমস্থানে রয়েছেন রাশিদ খান ৷ তারকা লেগস্পিনার 101 ম্যাচ খেলে 179 উইকেট নিয়েছেন ৷ আর দ্বিতীয়স্থানে থাকা প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি 154 ম্যাচ খেলে 160 উইকেট তুলেছেন ওয়ান ডে ক্রিকেটে ৷ তৃতীয় স্থানে প্রাক্তন আফগান পেসার দওলাত জারদান 115 উইকেট পেয়েছেন ৷