নয়াদিল্লি, 10 অক্টোবর : নাহ, এটাই শেষ নয় ৷ মহেন্দ্র সিং ধোনিকে ফের দেখা যাবে হলুদ জার্সিতে ৷ আগামী বছরেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে চান ধোনি ৷ নিজেই জানিয়ে দিলেন ৷ বললেন, চেন্নাইয়ের মাঠেই বিদায়ী ম্যাচ খেলব ৷ অতএব, 2022 আইপিএলেও সিএসকে-র হয়ে আইপিএল খেলবেন ধোনি ৷
চলতি আইপিএলের প্রথম দল হিসেবে প্লে অফে পা রেখেছে চেন্নাই সুপার কিংস ৷ দলগত পারফরম্যান্সে চেন্নাই অন্যদের টেক্কা দিলেও ফর্মহীনতায় ভুগছেন স্বয়ং ক্যাপ্টেন ৷ চলতি আইপিএলে 13 ম্যাচে 9টি ইনিংস খেলে তাঁর সংগ্রহ মাত্র 84 রান ৷ ব্যাট হাতে সেই পরিচিত মাহি খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ এদিকে 2022-এর মেগা নিলামে চেন্নাই সুপার কিংসের বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে ৷ ফলে মহেন্দ্র সিং ধোনির আইপিএল থেকে অবসরের গুঞ্জন ছড়াতে সময় নেয়নি ৷ গতকাল একটি সংস্থার 75 বছরের বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে সেই গুঞ্জন থামিয়ে দিয়েছেন 40 বছর বয়সী এই ক্রিকেটার ৷