পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 24, 2022, 3:08 PM IST

Updated : Mar 24, 2022, 5:34 PM IST

ETV Bharat / sports

MS Dhoni Quits Captaincy: চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়লেন মাহি, ধোনির ব্যাটন জাড্ডুর হাতে

আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni Quits Captaincy) ৷ চেন্নাইয়ের নেতৃত্ব দেবেন রবীন্দ্র জাদেজা ৷

MS Dhoni Quits  Captanicy
চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়লেন মাহি

মুম্বই, 24 মার্চ:আইপিএলের পঞ্চদশ সংস্করণ শুরু হওয়ার আগে বড় খবর (MS Dhoni Quits Captaincy) ৷ 14 বছর পর চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন এমএস ধোনি ৷ এই মরসুমে চেন্নাইকে নেতৃত্ব দেবেন রবীন্দ্র জাদেজা ৷ বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে চেন্নাই সুপার কিংস ৷ দলের তৃতীয় ক্রিকেটার হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি ৷ 2008 সালে প্রথম যখন আইপিএল শুরু হয় তখন থেকেই চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ধোনি ৷ এবার সেই প্রক্রিয়ায় ছেদ পড়তে চলেছে ৷

2017 সালে ভারতীয় দলের নেতৃত্ব ছাড়ার পর এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব থেকেও সড়ে দাঁড়ালেন ক্যাপ্টেন কুল ৷ 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি ৷ নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলেন জাড্ডু ৷ ধোনির নেতৃত্বে বেশ কয়েকবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে ৷ গতবার আইপিএল ফাইনালে তারা হারায় কলকাতা নাইট রাইডার্সকে ৷ তবে নেতৃত্ব ছাড়লেও আইপিএল খেলে যাবেন বলেই জানিয়েছেন, এমএস ধোনি ৷ আগামী কয়েক বছর অধিনায়কের দায়িত্ব সামলাবেন জাডেজা ৷

আরও পড়ুন: IPL 2022 : 25 শতাংশ দর্শক উপস্থিতিতে পঞ্চদশ আইপিএল, জানাল আয়োজকরা

এর আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটর সুনীল গাওস্কার বলেছেন, "অধিনায়কের দায়িত্ব নেওয়ার জন্য জাদেজা যথেষ্ট পরিণত ৷ তাই জাদেজার কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে ধোনির এবার বিরতি নেওয়া প্রয়োজন ৷" এবার সেই মতামতই সত্যি হল ৷ চেন্নাইয়ের অলরাউন্ডার হিসেবে যথেষ্ট সফল জাডেজা ৷ দলকে জেতানোর বেশ কয়েকটি নজির রয়েছে তাঁর ৷ তবে অধিনায়ক হিসেবে সফল হতে পারেন কি না সেটাই এখন দেখার ৷

Last Updated : Mar 24, 2022, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details