রাঁচি, 5 জানুয়ারি: প্রতারণার শিকার প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । ক্রিকেট খেলার অ্যাকাডেমি খুলতে গিয়ে দুই বিজনেস পার্টনার দ্বারা 16 কোটি টাকা প্রতারণার শিকার তিনি । ইতিমধ্যেই ওই দুই প্রাক্তন বিজনেস পার্টনারের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন তিনি ।
জানা গিয়েছে, স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা আরকা স্পোর্টসের সঙ্গে ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক । সেই সংস্থার দুই সদস্যের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা দায়ের করা হয়েছে । ধোনির প্রতারণার মামলা লড়ছেন আইনজীবী দয়ানন্দ সিং। তিনি পটনার আইন সংস্থা বিধি অ্যাসোসিয়েটসের আইনজীবী। তিনি বলেন, "রাঁচির আদালতে আরকা স্পোর্টসের ডিরেক্টর মিহির দিয়াকর ও সৌম্য বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 406 ও 420 ধারায় ফৌজদারি মামলা রুজু করা হয়েছে ।"
আইনজীবী আরও জানান, অভিযুক্তরা 2017 সালে ভারত এবং বিদেশে ক্রিকেট অ্যাকাডেমি প্রতিষ্ঠার জন্য ধোনির সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রাথমিকভাবে, সম্মতি জানানো হয়েছিল যে প্রাক্তন ক্রিকেটার সম্পূর্ণ ফ্র্যাঞ্চাইজি ফি পাবেন এবং লভ্যাংশ ধোনি এবং অংশীদারিদের মধ্যে 70:30 অনুপাতে ভাগ করা হবে । অভিযোগ 2021 সালের 15 অগস্ট অথরিটি লেটার বাতিল করেন প্রাক্তন ক্রিকেটার । কিন্তু তারপরেও ওই সংস্থার তরফে ধোনির নামে অ্যাকাডেমি তৈরি ও স্পোর্টস কমপ্লেক্স তৈরির কাজ শুরু করলেও তা ধোনিকে জানানো হয়নি । পাশাপাশি কোনও রকম লভ্যাংশ দেওয়া হয়নি বলে অভিযোগ সংস্থার দুই ডিরেক্টরের বিরুদ্ধে ।
চুক্তির নিয়ম লংঘন করায় ইতিমধ্যেই দু'বার নোটিশ পাঠানো হলেও কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে অভিযোগ। আইনজীবী দাবি করেন প্রায় 8-10টি জায়গায় অ্যাকাডেমি তৈরি করা হয়েছে ধোনির নাম ব্যবহার করে । কিন্তু চুক্তি অনুযআয়ী কোনও রকম লভ্যাংশ দেওয়া হয়নি ধোনিকে । যার ফলে 16 কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন তিনি । রাঁচি আদালতে 27 অক্টোবর, 2023-এ ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। শুক্রবার, ধোনির তরফে অনুমোদিত সিমান্ত লোহানি ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বক্তব্য রেকর্ড করেছেন বলে জানা গিয়েছে ।