পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

M.S. Dhoni Cricket Academy: বেঙ্গালুরুতে পথ চলা শুরু ধোনির ক্রিকেট অ্যাকাডেমির - Mihir Diwakar

মহেন্দ্র সিং ধোনির নতুন ক্রিকেট অ্যাকাডেমির সূচনা হল বেঙ্গালুরুতে ৷ 6-19 বছর বয়সী ছেলে-মেয়েরা এই ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে ৷ আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছেলেমেয়েরাও স্কলারশিপের মাধ্যমে এখানে বিনামূল্যে ট্রেনিং নিতে পারবে ৷

M.S. Dhoni Cricket Academy
পথ চলা শুরু ধোনির ক্রিকেট অ্যাকাডেমির

By

Published : Oct 13, 2021, 1:36 PM IST

বেঙ্গালুরু, 13 অক্টোবর : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামে ক্রিকেট অ্যাকাডেমির সূচনা হল বেঙ্গালুরুতে ৷ নাম রাখা হয়েছে মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট অ্যাকাডেমি বা এমএসডিসিএ (M.S Dhoni Cricket Academy- MSDCA) ৷ দুই ক্রীড়া সংস্থা গেম প্লে ও অর্ক স্পোর্টসের যৌথ উদ্যোগে মঙ্গলবার থেকে পথ চলা শুরু হয়েছে এই ক্রিকেট অ্যাকাডেমির ৷ আগামী 7 নভেম্বর থেকে ট্রেনিং শুরু হবে এই অ্যাকাডেমিতে ৷ বর্তমানে চলছে নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া ৷

আইপিএলের জন্য বর্তমানে দুবাইয়ে রয়েছেন ধোনি ৷ সেখান থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, "এই ক্রিকেট অ্যাকাডেমি নিয়ে আমি উৎসাহিত ৷ আমাদের লক্ষ্য হবে সম্পূর্ণ প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে আধুনিক মানের প্রশিক্ষণ দেওয়া৷ আমরা ভাল প্রশিক্ষক ও ফিটনেস বিশেষজ্ঞদের নিয়ে আসব ৷ শুধু ক্রিকেট শেখা নয়, কতটা দক্ষতার সঙ্গে তা শেখা হচ্ছে তা গুরুত্বপূর্ণ ৷ এই খেলার জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি নিতে আমাদের অ্যাকাডেমিতে যোগ দিন ৷" নিজের বার্তায় চেন্নাই সুপার কিংগস-এর অধিনায়ক বলেন, "ফলাফলের থেকে প্রস্তুতি বা পদ্ধতি বেশি গুরুত্বপূর্ণ ৷"

আরও পড়ুন : Sunil Narine : আরসিবিকে দুরমুশ করার পথে একাধিক নজির নারাইনের

জানা গিয়েছে, 6-19 বছর বয়সী ছেলেমেয়েরা এই ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে ৷ আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছেলেমেয়েরাও স্কলারশিপের মাধ্যমে এখানে বিনামূল্যে ট্রেনিং নিতে পারবে ৷

ABOUT THE AUTHOR

...view details