মুম্বই, 20 মে :প্লে অফ থেকে ছিটকে গিয়েছিল আগেই ৷ আজরাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চলতি আইপিএলের শেষ ম্যাচ খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস ৷ কোটিপতি লিগের পঞ্চদশ সংস্করণে চারবারের খেতাবজয়ীদের এই শোচনীয় পরিস্থিতি ইয়েলো আর্মিদের জন্য অবশ্যই দুঃখের ৷ যদিও সিএসকে অনুরাগীদের কাছে এর থেকেও বেশি মাথাব্যথা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ৷ চল্লিশের ধোনিকে পরের বছর কি হলুদ জার্সিতে আদৌ দেখা যাবে ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ৷ পরের বছরও এই বিশ্বজয়ী অধিনায়ককে কোটিপতি লিগে দেখতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় গলা ফাটিয়েছেন অনুরাগীরা ৷ ভক্তরা চাইছিলেন, টসের সময় মুচকি হেসে মাহি আরও একবার বলুক 'ডেফিনেটলি নট' ৷
হতাশ করলেন না মাহিও ৷ তামাম ভক্তকুলের মুখে হাসি ফুটিয়ে জানিয়ে দিলেন, পরের বছরও তিনি থাকছেন (MS Dhoni confirms he will play for CSK in IPL 2023) ৷ এখনই আইপিএল অবসর নিয়ে কোনও ভাবনা নেই তাঁর ৷ শুক্রবার ব্রেবোর্ন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জেতার পর কমেন্টেটরের জিজ্ঞাসা ছিল, "পরের বছরও কি তোমাকে হলুদ জার্সিতে দেখা যাবে ?" উত্তরে লাখো ধোনি এবং সিএসকে ভক্তদের স্বস্তি দিয়ে তিনি বলেন, "হ্যাঁ, অবশ্যই ৷"