পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Dhoni-Sachin Played tennis: এবার টেনিস কোর্টে হাতযশ সচিন-মাহির

টেনিস কোর্টে মজলেন সচিন রমেশ তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ৷ বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটের দুই দিকপাল চরিত্রকে একসঙ্গে অন্য অবতারে দেখে আবেগের গনগনে আঁচে গা সেঁকলেন নেটাগরিকরা ৷

By

Published : Oct 6, 2022, 7:49 PM IST

Dhoni-Sachin Played tennis
বিজ্ঞাপনী শ্যুটিংয়ে একসঙ্গে টেনিস কোর্টে মজলেন সচিন-মাহি

নয়াদিল্লি, 6 অক্টোবর: পরনে ট্র্যাক প্যান্ট আর ক্যাসুয়াল টি-শার্ট ৷ হাতে ব্যাটের বদলে ব়্যাকেট ৷ বাইশ গজের পরিবর্তে নয়া বিজ্ঞাপনী শ্যুটিংয়ে টেনিস কোর্টে মজলেন সচিন রমেশ তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni and Sachin Tendulkar play tennis for new advertisement shoot) ৷ বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটের দুই দিকপাল চরিত্রকে একসঙ্গে অন্য অবতারে দেখে আবেগের গনগনে আঁচে গা সেঁকলেন নেটাগরিকরা ৷

মেঘলা আকাশের নীচে পরিচালকের সঙ্গে টেনিস কোর্টে দাঁড়িয়ে শেষ মুহূর্তের টিপস নিয়ে নিচ্ছেন সচিন এবং মাহি ৷ সেই ছবি ভাইরাল হতেই এদিন শোরগোল নেটপাড়ায় ৷ আরেকটি ছবিতে দুই কিংবদন্তিকে দেখা যাচ্ছে একান্তে আলোচনা সেরে নিতে ৷ কোন সংস্থার হয়ে বা কোন প্রোডাক্টের বিজ্ঞাপনে দু'জনে শ্যুটিং সারছেন, সেটা অবশ্য জানা যায়নি ৷ তবে টেনিসের প্রতি দেশের দুই প্রাক্তন অধিনায়কের অনুরাগের কথা জানেন অনুরাগীরা ৷ স্বভাবতই টেনিস কোর্টে শ্যুটিংয়ের লোভ সামলাতে পারেননি সচিন কিংবা মাহির কেউই ৷

টেনিসের প্রতি ভালোবাসার টানে সচিন রমেশ তেন্ডুলকরকে নিয়ম করে উইম্বলডনের (Wimbledon) ভিআইপি বক্সে দেখা যায় ৷ উলটোদিকে উইম্বলডনে নিয়মিত না-হলেও চলতি বছর যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের কোয়ার্টার ফাইনালে ভিআইপি-তে দেখা গিয়েছিল মাহিকে ৷ এছাড়া আমন্ত্রণী টেনিস টুর্নামেন্টের দৌলতে ব়্যাকেট হাতে মাঝেমধ্যেই দেখা যায় তাঁকে ৷ 2020 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর গলফেও হাত পাকাচ্ছেন জোড়া বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক ৷

আরও পড়ুন:অস্ট্রেলিয়ায় কাপযুদ্ধে রোহিতদের লাকি ম্যাসকট হতে চান মাহি, ফেরালেন 2011 বিশ্বকাপের হেয়ার স্টাইল়

সম্প্রতি গুরুগ্রামে দেশের আরেক বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) সঙ্গে একটি আমন্ত্রণী গলফ প্রতিযোগিতায় দেখা গিয়েছে তাঁকে ৷ আর বাইশ গজের প্রসঙ্গে বলতে গেলে আইপিএলে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির অবিসংবাদী নেতা তিনি ৷ 2023 আইপিএলেও ইয়েলো আর্মির হয়ে মাঠে দেখা যাবে তাঁকে ৷ অন্যদিকে, সেপ্টেম্বরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ব্যাট হাতে বাইশ গজে দেখা গিয়েছে মাস্টার-ব্লাস্টারকে ৷ তাঁর নেতৃত্বেই ইন্ডিয়া লেজেন্ডস টানা দ্বিতীয়বার খেতাব জয়ের স্বাদ পেয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details