আমেদাবাদ, 4 অক্টোবর:গুজরাতের আমেদাবাদ সংলগ্ন ছোট শহরতলি এলাকা হিসেবে পরিচিত মোতেরা ৷ এখানকার ক্রিকেট স্টেডিয়ামটি আগে মোতেরা স্টেডিয়াম নামে পরিচিত থাকলেও বর্তমানে এই স্টেডিয়ামের নাম রাখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে ৷ আমেদাবাদের এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই উদ্বোধনী ম্যাচ, ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচগুলির পাশাপাশি আগামী 14 অক্টোবর হতে চলেছে ভারত-পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচ ৷ প্রায় 1 লাখ 32 হাজার আসন সংখ্যা বিশিষ্ট এই স্টেডিয়াম বর্তমানে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে পরিচিত ৷ বলা বাহুল্য বিশ্বকাপের ম্যাচে যখন চির প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান দুই দলের ক্রিকেটাররা এই স্টেডিয়ামে মুখোমুখি হবেন দুই দলের, তখন ক্রিকেট প্রেমীদের চোখ থাকবে এই স্টেডিয়ামেই ৷
যদিও প্রতিবেশী এই দুই দেশ যখনই খেলার ময়দান বিশেষত ক্রিকেটের মাঠে মুখোমুখি হয় তখন সবার মধ্যেই আলাদা এক উত্তেজনা কাজ করে ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদির রাজ্যে তাঁর নামাঙ্কিত এই স্টেডিয়ামে 1 লাখ 32 হাজার দর্শকের সামনে আয়োজক দেশ ভারতের বিরুদ্ধে খেলা নয়া অভিজ্ঞতা হতে চলেছে পাক ক্রিকেটারদের কাছে ৷ সাম্প্রতিক কালের মধ্যে এই প্রথম গুজরাতের মাঠে খেলতে নামছে পাকিস্তান ৷ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতের মোতেরায় যখন দুই দল মুখোমুখি হবে তখন টিম ইন্ডিয়ার সমর্থনে সেখানকার সমর্থকদের উল্লাস ও স্লোগানে যে শব্দমাত্রার বাঁধ ভাঙতে পারে তা আগাম অনুমেয় ৷
এছাড়াও এই বিশাল স্টেডিয়ামে নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ ৷ একে দর্শকদের মধ্যে বিশ্বকাপের উত্তেজনা, তার উপর 1 লক্ষ 32 হাজার দর্শককে সামলানোর বিষয়, পুলিশের কাছে এক বড় পরীক্ষা হতে চলেছে বলা যায় ৷ বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে দেশের হয়ে গলা ফাটাচ্ছেন ভারতীয় দর্শকরা,এবারের বিশ্বকাপে এটি অন্যতম শো-কেস পয়েন্ট হতে চলেছে বলা যায় ৷ উত্তেজনা ও সম্ভাবনার এক অদ্ভুত সাক্ষী থাকতে চলেছে এই স্টেডিয়াম ৷