বেঙ্গালুরু, 18 অক্টোবর: বেঙ্গালুরুতে পৌঁছেই ভাইরাল জ্বরে আক্রান্ত হলেন পাকিস্তান দলের অধিকাংশ ক্রিকেটার ৷ সোমবার বেঙ্গালুরু পৌঁছয় পাকিস্তান দল ৷ সেখানেই আগামী 20 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন বাবর আজমরা ৷ কিন্তু, ভারতের টেক সিটিতে পৌঁছতেই জ্বরে কাবু তাঁরা ৷ যদিও, পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার আসান ইফতিকার নাগি মঙ্গলবার জানিয়েছেন, অধিকাংশ ক্রিকেটারের জ্বর কমে গিয়েছে ৷ তবে, সকলকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷
বিশ্বকাপে আগামী 20 অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান ৷ শনিবার ভারতের কাছে 7 উইকেটের লজ্জাজনক হারের পর, সোমবার বেঙ্গালুরু পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল ৷ কিন্তু, সেখানে পৌঁছে অনুশীলন শুরু করতে পারেননি বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, শাদব খানরা ৷ কারণ, দলের অধিকাংশ ক্রিকেটারই নাকি জ্বরে কাবু ৷ তাঁদের অনেকে সুস্থ হলেও, কয়েকজনের জ্বর এখনও কমেনি ৷ তাঁরা সকলে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ৷
তবে, শুধু পাকিস্তান দল নয় ৷ বেঙ্গালুরুতে সম্প্রতি অনেকে এই ভাইরাল জ্বরের শিকার হয়েছেন ৷ গত কয়েকমাসে বেঙ্গালুরুর হাসপাতালগুলিতে অনেক এমন ভাইরাল জ্বরের রোগী ভরতি হয়েছেন বলে জানা গিয়েছে ৷ ফলে এই জ্বর নিয়ে তেমন চিন্তার কিছু নেই বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট ৷ তবে, 20 তারিখের ম্যাচের কথা মাথায় রেখে পাকিস্তান সব ক্রিকেটারদের উপর বাড়তি নজর রাখা হচ্ছে ৷ উল্লেখ্য, তিন ম্যাচের মধ্যে দু’টি ম্যাচে জিতেছে পাকিস্তান ৷ শেষ ম্যাচে তারা ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছে ৷ ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে জিততে মরিয়া পাকিস্তান ৷
আরও পড়ুন:শান্ত স্বভাবের রোহিত বিশ্বকাপে ভারতের নেতৃত্বের একমাত্র যোগ্য ব্যক্তি, মত পন্টিংয়ের
একইভাবে, লখনউয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের চতুর্থ ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া ৷ তাদের কাছেও 20 অক্টোবরের ম্যাচ মহা গুরুত্বপূর্ণ ৷ কারণ লিগের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে চাপে রয়েছে অজিরা ৷ তাই আগামী সব ম্যাচই তাঁদের সেমিফাইনালের দৌড়ে মরণ-বাঁচনের লড়াই ৷