পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Siraj Replaces Injured Bumrah: প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দলে বুমরার বদলি মহম্মদ সিরাজ

মহম্মদ শামি (Mohammed Shami) নন, বুমরার বদলি হিসাবে চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে ডাক পেলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj Repalces Injured Jasprit Bumrah) ৷ আজ বিসিসিআই এর জাতীয় নির্বাচক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে ৷

Mohammed Siraj Repalces Injured Jasprit Bumrah for T20 Matches Against South Africa
Mohammed Siraj Repalces Injured Jasprit Bumrah for T20 Matches Against South Africa

By

Published : Sep 30, 2022, 1:41 PM IST

মুম্বই, 30 সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি দুই টি20 ম্যাচে জসপ্রীত বুমরার জায়গায় ভারতীয় দলে এলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj Repalces Injured Jasprit Bumrah) ৷ জাতীয় নির্বাচক কমিটির বৈঠকে শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ গতকালই বিসিসিআই এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বুমারার চোট নিয়ে ৷ সেখানে বলা হয়েছিল, পিঠে চোটের কারণে তিনি দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিরিজে শুধু নন, অস্ট্রেলিয়ায় আয়োজিত আসন্ন টি20 বিশ্বকাপেও ভারতীয় দলের বাইরে চলে গিয়েছেন ৷ এবার বুমরার জায়গায় পরিবর্ত হিসাবে সিরাজকে দলে ফেরাল নির্বাচক কমিটি ৷

প্রসঙ্গত, ভারতের বিশ্বকাপ স্কোয়াডে অতিরিক্ত বোলার হিসাবে মহম্মদ শামি (Mohammed Shami), দীপক চাহারকে রাখা হয়েছিল ৷ সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের টি20 সিরিজে দীপক চাহারকে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ প্রসঙ্গত, তিরুবন্তপুরমের সেই ম্যাচেই অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন বুমরা চোটের কারণে প্রথম একাদশে নেই ৷ কিন্তু, কতটা গুরুতর সেই চোট তা সেদিন খোলসা করেননি রোহিত ৷ আর গতকাল ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বুমরার পিঠের চোট এখনই ঠিক হওয়ার নয় ৷

আরও পড়ুন:বড় ধাক্কা রোহিতদের, পিঠের চোটে বিশ্বকাপে নেই বুমরা

কিন্তু, প্রশ্ন উঠছে, বুমরা বাদ গেলে তাঁর বদলে বিশ্বকাপ দলের পরিবর্ত খেলোয়াড় হিসাবে মহম্মদ শামিকে কেন সুযোগ দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট ৷ যেখানে বিশ্বকাপে সফরকারী দলের সঙ্গে তিনি থাকবেন ৷ আর শামি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি20 ম্যাচের আগে কোভিড পজিটিভ হয়েছিলেন ৷ বর্তমান পরিস্থিতিতে তাঁরও সুস্থ হয়ে যাওয়ার কথা ৷ কিন্তু, সেখানে শামিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে না ফিরিয়ে সিরাজকে ফেরানোতেও একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে ৷

ABOUT THE AUTHOR

...view details