পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohammed Siraj: হায়দরাবাদের গলি থেকে ক্রিকেটের রাজপথ, দ্বীপরাষ্ট্রে দাদাগিরিতে মহাকাব্য লিখছেন সিরাজ - কুঁড়েঘর থেকে রাজপ্রাসাদে মহম্মদ সিরাজ

ছেলের মননে নীল জার্সির প্রতি এই আবেগের বীজ পুঁতেছিলেন বাবা মহম্মদ ঘাউস, আত্মস্থ করিয়েছিলেন ‘ন্যাশনাল ডিউটি’ ৷ দেশের হয়ে কর্তব্য পালনে অচল সিরাজ বাবার শেষকৃত্যেও যোগ দেননি ৷ জেদ আর অধ্যাবসায়কে সম্বল করে কুঁড়েঘর থেকে রাজপ্রাসাদে মহম্মদ সিরাজ ৷

Etv Bharat
হায়দরাবাদের গলি থেকে ক্রিকেটের রাজপথ

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 5:18 PM IST

Updated : Sep 17, 2023, 6:55 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: শুরুটা হয়েছিল হায়দরাবাদের গলি’তে ৷ মহম্মদ সিরাজের সঙ্গী ছিল জেদ, অধ্যাবসায় আর ক্রিকেটীয় প্রতিভা ৷ তিন অস্ত্রকে সঙ্গী করেই হাজার মাইল পাড়ি দিয়েছেন জাতীয় দলের নয়া তারকা ৷ অস্ট্রেলিয়া সফর চলাকালীন প্রয়াত হয়েছিলেন বাবা মহম্মদ ঘাউস ৷ দেশের হয়ে কর্তব্য পালনে অচল সিরাজ বাবার শেষকৃত্যে যোগ দেননি ৷ ছেলের মননে নীল জার্সির প্রতি এই আবেগের বীজ পুঁতেছিলেন তাঁর বাবাই, আত্মস্থ করিয়েছিলেন ‘ন্যাশনাল ডিউটি’ ৷

সংসার চালানো এবং ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে অটো চালাতেন মহম্মদ ঘাউস ৷ একসময়ের অটোচালকের ছেলের হাতেই ঘায়েল দ্বীপরাষ্ট্র ৷ কঠোর অনুশীলন, জেদ আর অধ্যাবসায়কে সম্বল করে কুঁড়েঘর থেকে রাজপ্রাসাদে মহম্মদ সিরাজ ৷ এশিয়া কাপের ফাইনালে হায়দরাবাদি পেসারের হাতেই ঘায়েল শ্রীলঙ্কা ৷ এশিয়া কাপে ভারতের বেস্ট বোলিং ফিগার, দ্রুততম 5 উইকেট-সহ একাধিক রেকর্ড ঝুলিতে পুরেছেন সিরাজ ৷

ফাইনালের ষষ্ঠ ওভারেই পাঁচ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ । ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে এটাই কি এখনও পর্যন্ত দ্রুততম 5 উইকেট ? 2003 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে 16 বলে 5 উইকেটে রেকর্ড গড়েছিলেন চামিন্ডা ভাস ৷ এদিন তা ছুঁয়েছেন সিরাজ ৷ যার পেছনে রয়েছে হায়দরাবাদি তরুণের নাছোড়বান্দা মনোভাব, হাল না-ছাড়ার মানসিকতা ৷

2021 সালের জানুয়ারি ৷ অস্ট্রেলিয়া সফরে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন ৷ দর্শক তো বটেই, কটুক্তি করতে ছাড়েননি অজি ক্রিকেটাররাও ৷ বাবার মৃত্যু-যন্ত্রণা, কটুক্তিতে কেঁদে ফেলেছিলেন জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ৷ কিন্তু হাল ছাড়েননি ৷ ছোট থেকেই অভাব-অনটনে বড় হওয়া সিরাজ ততদিনে লড়াই করে যুজতে শিখে গিয়েছেন ৷ যার ফল বর্ডার-গাভাসকর ট্রফিতে সামনে থেকে নেতৃত্বদান ৷ অজি সফরই জন্ম দিয়েছিল বদলে যাওয়া সিরাজের ৷ যার হুংকারে এদিন কার্যত ছাড়খার হয়ে গেল মাহেলা জয়বর্ধনে, সনৎ জয়সূর্যের দেশ ৷

আরও পড়ুন: সিরাজের দাদাগিরিতে লজ্জায় শ্রীলঙ্কা, আধঘণ্টায় সাজঘরে দ্বীপরাষ্ট্রের 6 ব্যাটার

Last Updated : Sep 17, 2023, 6:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details