কেপটাউন, 3 জানুয়ারি: সেঞ্চুরিয়ন টেস্টের স্মৃতি অতীত ৷ আর সেটা আজ কেপটাউনের মাঠে করে দেখাল ভারতীয় বোলিং লাইন-আপ ৷ নির্দিষ্ট করে বললে সিরাজের সামনে অসহায় আত্মসমর্পণ করল প্রোটিয়া ব্যাটিং ৷ যেখানে সিরাজের বোলিং গড় 9 ওভারে 3টে মেডেন নিয়ে 15 রান দিয়ে 6 উইকেট ৷ যা দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও ভারতীয় বোলারের তৃতীয় সেরা গড় ৷ অন্যদিকে, 1991 সালে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের পর টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হল আজ ৷
টেস্ট ক্রিকেটের ইতিহাসে কেপটাউন ভারতের জন্য চিরস্মরণীয় হয়ে রইল ৷ যে স্টেডিয়ামকে প্রোটিয়াদের গড় বলা হয়, সেখানেই প্রথমদিনের প্রথম সেশনে মাত্র 55 রানে অলআউট হয়ে গেল ডিন এলগারের দল ৷ যার কৃতিত্ব পুরোটাই যাবে মহম্মদ সিরাজের নামে ৷ এ দিন সিরাজ তাঁর দ্বিতীয় ওভারেই এডেন মার্করামকে স্লিপে ক্যাচ আউট করান ৷ সিরাজের এ দিনের দ্বিতীয় উইকেটটি অবশ্য বিরাট এবং রোহিতের যুগলবন্দিতে এসেছে ৷ ডিন এলগার এ দিন বোল্ড হলেও, তাঁর আউটের মঞ্চটা তৈরি করেছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ৷
বিরাটের পরামর্শে রোহিত নিজে ফরওয়ার্ড শর্ট-লেগে দাঁড়িয়ে পড়েন ৷ এর পর 6-7 মিটার লেন্থে বল হিট করতে শুরু করেন সিরাজ ৷ প্রথম বলেই প্রায় আউট হয়ে গিয়েছিলেন এলগার ৷ যার পর থেকে পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যায় এলগারের ৷ ফলে অফ-স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ‘প্লেড-অন’ হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ৷ এর পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে সামলানোর মতো বড় কোনও প্লেয়ার ছিল না ৷ সিরাজ তাঁর আগুনে বোলিং চালিয়ে যান ৷ টানা 9 ওভারের স্পেল করেন তিনি ৷ নেন 6 উইকেট ৷
অন্যদিকে, জসপ্রীত বুমরা 2 উইকেট নিয়েছেন ৷ তেম্বা বাভুমার জায়গায় দলে আসা ট্রিস্টান স্টাবসকে মাত্র 3 রানে প্যাভিলিয়নে ফেরান বুমরা ৷ এর পর নান্দ্রে বার্গারকে স্লিপে আউট করেন তিনি ৷ ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ফের টেস্ট ম্যাচ খেলা মুকেশ কুমার এ দিন 2.2 ওভারে কোনও রান না দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ এটিই তাঁর 2 ম্যাচের টেস্ট কেরিয়ারে সেরা বোলিং গড় ৷ তাঁর শিকার হয়েছেন কেশব মহারাজ এবং কাগিসো রাবাদা ৷
আরও পড়ুন:
- ইতিহাসে সিরাজ, হাফডজন শিকারে প্রোটিয়াদের লজ্জা বাড়ালেন তারকা পেসার
- রেনবো নেশনে সিরাজদের ইতিহাস! ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর দক্ষিণ আফ্রিকার
- '50 ওভারের ক্রিকেটে ব্যাটিং সম্পর্কে কোনও ধারণা নেই সূর্যের', মত নাসেরের