পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কেরিয়ারের সেরা টেস্ট বোলিং, সিরাজি স্পেলে আঁধারে প্রোটিয়া শিবির - South Africa vs India

Mohammed Siraj: সিরাজ ঝড়ে কাবু দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ৷ তাঁর কেরিয়ারের সেরা টেস্টে বোলিং 15 রানে 6 উইকেটের দাপটে মাত্র 55 রানে অল-আউট হয়ে গেল প্রোটিয়ারা ৷ আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের পর টেস্টে সর্বনিম্ন রান দক্ষিণ আফ্রিকার ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 6:32 PM IST

কেপটাউন, 3 জানুয়ারি: সেঞ্চুরিয়ন টেস্টের স্মৃতি অতীত ৷ আর সেটা আজ কেপটাউনের মাঠে করে দেখাল ভারতীয় বোলিং লাইন-আপ ৷ নির্দিষ্ট করে বললে সিরাজের সামনে অসহায় আত্মসমর্পণ করল প্রোটিয়া ব্যাটিং ৷ যেখানে সিরাজের বোলিং গড় 9 ওভারে 3টে মেডেন নিয়ে 15 রান দিয়ে 6 উইকেট ৷ যা দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও ভারতীয় বোলারের তৃতীয় সেরা গড় ৷ অন্যদিকে, 1991 সালে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের পর টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হল আজ ৷

টেস্ট ক্রিকেটের ইতিহাসে কেপটাউন ভারতের জন্য চিরস্মরণীয় হয়ে রইল ৷ যে স্টেডিয়ামকে প্রোটিয়াদের গড় বলা হয়, সেখানেই প্রথমদিনের প্রথম সেশনে মাত্র 55 রানে অলআউট হয়ে গেল ডিন এলগারের দল ৷ যার কৃতিত্ব পুরোটাই যাবে মহম্মদ সিরাজের নামে ৷ এ দিন সিরাজ তাঁর দ্বিতীয় ওভারেই এডেন মার্করামকে স্লিপে ক্যাচ আউট করান ৷ সিরাজের এ দিনের দ্বিতীয় উইকেটটি অবশ্য বিরাট এবং রোহিতের যুগলবন্দিতে এসেছে ৷ ডিন এলগার এ দিন বোল্ড হলেও, তাঁর আউটের মঞ্চটা তৈরি করেছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ৷

বিরাটের পরামর্শে রোহিত নিজে ফরওয়ার্ড শর্ট-লেগে দাঁড়িয়ে পড়েন ৷ এর পর 6-7 মিটার লেন্থে বল হিট করতে শুরু করেন সিরাজ ৷ প্রথম বলেই প্রায় আউট হয়ে গিয়েছিলেন এলগার ৷ যার পর থেকে পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যায় এলগারের ৷ ফলে অফ-স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ‘প্লেড-অন’ হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ৷ এর পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে সামলানোর মতো বড় কোনও প্লেয়ার ছিল না ৷ সিরাজ তাঁর আগুনে বোলিং চালিয়ে যান ৷ টানা 9 ওভারের স্পেল করেন তিনি ৷ নেন 6 উইকেট ৷

অন্যদিকে, জসপ্রীত বুমরা 2 উইকেট নিয়েছেন ৷ তেম্বা বাভুমার জায়গায় দলে আসা ট্রিস্টান স্টাবসকে মাত্র 3 রানে প্যাভিলিয়নে ফেরান বুমরা ৷ এর পর নান্দ্রে বার্গারকে স্লিপে আউট করেন তিনি ৷ ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ফের টেস্ট ম্যাচ খেলা মুকেশ কুমার এ দিন 2.2 ওভারে কোনও রান না দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ এটিই তাঁর 2 ম্যাচের টেস্ট কেরিয়ারে সেরা বোলিং গড় ৷ তাঁর শিকার হয়েছেন কেশব মহারাজ এবং কাগিসো রাবাদা ৷

আরও পড়ুন:

  1. ইতিহাসে সিরাজ, হাফডজন শিকারে প্রোটিয়াদের লজ্জা বাড়ালেন তারকা পেসার
  2. রেনবো নেশনে সিরাজদের ইতিহাস! ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর দক্ষিণ আফ্রিকার
  3. '50 ওভারের ক্রিকেটে ব্যাটিং সম্পর্কে কোনও ধারণা নেই সূর্যের', মত নাসেরের

ABOUT THE AUTHOR

...view details