হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: এশিয়া কাপের ফাইনালের ষষ্ঠ ওভারেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ । শেষ পর্যন্ত থেমেছিলেন 6 উইকেটে ৷ তাঁর স্পেলেই কোমর ভেঙে গিয়েছিল সিংহলীদের ৷ সেই বিধ্বংসী স্পেলের সুবাদেই এবার আইসিসি ওডিআই ব়্যাংকিংয়ে একলাফে শীর্ষস্থানে পৌঁছে গেলেন হায়দরাবাদি পেসার ৷ বুধবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সেরা বোলারদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে 8 ধাপ উঠেছেন ‘মেন ইন ব্লু’ তারকা ৷
শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে সিরাজের সংগ্রহ ছিল 637 পয়েন্ট ৷ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র 21 রান দিয়ে 6 উইকেট নিয়েছিলেন ৷ এটাই তাঁর কেরিয়ার বেস্ট বোলিং ফিগার ৷ সেই বিধ্বংসী স্পেলের পর জাতীয় দলের তারকা বোলারের সংগ্রহ 694 ৷ চলতি বছরের জানুয়ারিতেও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম্যান্সের জেরে এক নম্বরে উঠে এসেছিলেন সিরাজ ৷
আইসিসি ব়্যাংকিংয়ে একলাফে শীর্ষে হায়দরাবাদি পেসার আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপের ট্রফি আজ রামোজি ফিল্ম সিটিতে
সিরাজ ছাড়াও শীর্ষ দশে স্থান পেয়েছেন কুলদীপ যাদব ৷ এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে 5 উইকেট, শ্রীলঙ্কার বিরুদ্ধে 4 উইকেট নিয়েছিলেন চায়নাম্যান ৷ যদিও ব়্যাংকিংয়ে তিন ধাপ নেমে গিয়েছেন বাঁ-হাতি স্পিনার ৷ ব়্যাংকিংয়ে দু’নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার জোশ হ্যাজেলউড ৷ তিনে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৷ প্রথম দশে জায়গা পেয়েছেন দুই আফগান স্পিনার ৷ চার ও পাঁচ নম্বরে রয়েছেন মুজিব উর রহমান ও রশিদ খান ৷
আরও পড়ুন: সিরাজের স্পেলে ছারখার লঙ্কা, এশিয়া কাপ ফাইনালে রেকর্ডের ছড়াছড়ি
একনজরে শ্রীলঙ্কা ম্যাচে সিরাজ কীর্তি:
- প্রথম ওভারেই 4 উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷ ভারতের হয়ে প্রথম বোলার হিসেবে এক ওভারে 4 উইকেট নেওয়ার নজির গড়েছেন হায়দরাবাদি পেসার ৷
- এশিয়া কাপে ভারতের বিরুদ্ধেই ফাইনালে 6 উইকেট নিয়েছিলেন অজন্তা মেন্ডিস ৷ ফাইনালে এক ইনিংসে পাওয়া উইকেটের নিরিখে তাঁকে ছুঁয়েছেন সিরাজ ৷
- ম্যাচের ষষ্ঠ ওভারেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ । 2003 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে 16 বলে 5 উইকেটে রেকর্ড গড়েছিলেন চামিন্দা ভাস ৷ তা ছুঁয়েছেন সিরাজ ৷