নৈনিতাল, 26 নভেম্বর: যখন ভারতের জার্সি পরে থাকেন, তখন মহম্মদ শামি বল হাতে দলের ত্রাতা হিসেবে কাজ করেন ৷ তাঁর বিদ্যুৎগতির বলে প্রতিপক্ষের উইকেট উপড়ে যায় ৷ কিন্তু, একজন সাধারণ মানুষ হিসেবে সেই শামি আবার হয়ে ওঠেন জীবনদাতা ৷ এমনই এক ঘটনা শনিবার ঘটেছে ৷ উত্তরাখণ্ডের নৈনিতালে গাড়ি দুর্ঘটনায় আহতকে উদ্ধার করলেন তিনি ৷ গাড়ি থেকে বের করে আহতের শুশ্রূষা করতে দেখা যায় তাঁকে ৷ শামি নিজেই সোশাল মিডিয়া সাইটে সেই ভিডিয়ো পোস্ট করেছেন ৷
সেই ভিডিয়োতে শামি একটি ক্যাপশনে লেখেন, ‘‘একজনের প্রাণ বাঁচাতে পেরে খুব খুশি হলাম ৷ এই ব্যক্তি খুব ভাগ্যবান যে, ঈশ্বর তাঁকে দ্বিতীয় জীবন দিয়েছেন ৷ তাঁর গাড়ি পাহাড়ি রাস্তা থেকে খাদের ঢালে পড়ে যায় ৷ নৈনিতালের কাছে ঠিক আমার গাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে ৷ আমরা গাড়িতে থাকা ব্যক্তিকে নিরাপদে বের করে নিয়ে আসি ৷’’ জানা গিয়েছে, ফাঁকা পাহাড়ি রাস্তায় গাড়ির গতি বেশি থাকায়ে চাকা পিছলে যায় এবং চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ ফলে সেটি সোজা খাদের ঢালে নেমে যায় ৷ সেখানে একটি গাছে গাড়িটি আটকে যাওয়ায় প্রাণ বাঁচে চালকের আসনে থাকা যুবকের ৷
দুর্ঘটনায় আহতের শুশ্রূষায় মহম্মদ শামি (লাল টুপি মাথায়) ৷ এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করতেই, তা নিমেশে ভাইরাল হয়ে যায় ৷ উল্লেখ্য, গত রবিবার বিশ্বকাপ ফাইনাল খেলে শামি উত্তরাখণ্ড যান ৷ সেখানে উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক উমেশ কুমার শর্মার সঙ্গে কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সেখানে উপস্থিত ছিলেন ৷ সেখান থেকেই নৈনিতাল যাচ্ছিলেন শামি ৷ পথে তাঁর গাড়ির সামনেই দুর্ঘটনাটি ঘটে ৷
উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হতে না পারলেও, পুরো টুর্নামেন্টে 7 ম্যাচে মহম্মদ শামি 24 উইকেট নিয়েছে ৷ যা টুর্নামেন্টে সর্বোচ্চ ৷ এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেরা বোলিং স্পেলও তাঁর ৷ 9.5 ওভারে 57 রান দিয়ে 7 উইকেট নিয়েছে শামি ৷ এবারের বিশ্বকাপে তাঁর বোলিং গড় ছিল 10.70 ও স্ট্রাইকরেট 12.20 ৷
আরও পড়ুন:
- 'মহম্মদ শামি খুবই নোংরা মানুষ, ওর ঐশ্বরিক মার দরকার'; বিস্ফোরক স্ত্রী হাসিন জাহান
- 'প্রধানমন্ত্রী সঙ্গে থাকলে আত্মবিশ্বাস বাড়ে', ড্রেসিংরুম-সাক্ষাৎ প্রসঙ্গে বললেন শামি
- 'গতকাল আমাদের দিন ছিল না', প্রধানমন্ত্রীর আলিঙ্গনের ছবি পোস্ট করে লিখলেন শামি