পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'গতকাল আমাদের দিন ছিল না', প্রধানমন্ত্রীর আলিঙ্গনের ছবি পোস্ট করে লিখলেন শামি - আইসিসি বিশ্বকাপ

World Cup Final 2023: রবিবারের ফাইনালের দিনটা ভারতীয় দলের ছিল না ৷ বিশ্বকাপ ফাইনালে হারের ব্যাখ্যা এভাবেই করলেন মহম্মদ শামি ৷ ভারতীয় ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাঁধে মাথা রেখে তাঁর সেই ছবি শেয়ারও করেছেন ভারতীয় পেসার ৷

Image Courtesy: ICC and Mohammed Shami X
Image Courtesy: ICC and Mohammed Shami X

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 6:29 PM IST

Updated : Nov 20, 2023, 6:40 PM IST

আমেদাবাদ, 20 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাঁধে মাথা রেখে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গের হতাশা সাময়িকভাবে ভোলার চেষ্টা করছেন মহম্মদ শামি ৷ প্রধানমন্ত্রী পালটা মাথায় হাত বুলিয়ে ভারতীয় পেসারের ৷ সোশাল মিডিয়ায় এই ছবিই এখন ভাইরাল ৷ ম্যাচের পরে ভারতীয় ড্রেসিংরুমের হৃদয় ছুঁয়ে যাওয়া এই ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং ভারতীয় পেসার ৷ সঙ্গে তিনি লিখেছেন, ‘‘দুর্ভাগ্যবশত দিনটা আমাদের ছিল না ৷’’

সদ্য শেষ হওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামি 7 ম্যাচে 24 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ৷ পুরো টুর্নামেন্টে তাঁর দুরন্ত পারফরম্যান্সে ভারত বিশ্বকাপ ফাইনালের আগে পর্যন্ত অপরাজেয় ছিল ৷ কিন্তু, ভাগ্যের পরিহাসে ফাইনাল ম্যাচেই কোনও কিছুই ভারতীয় দলের সঙ্গে যায়নি ৷ তাই মোদির সেই সান্ত্বনার ছবি পোস্ট করে শামি লিখেছেন, ‘‘দুর্ভাগ্যবশত গতকাল আমাদের দিন ছিল না ৷ প্রত্যেক ভারতীয়কে আমাদের দল এবং আমাকে পুরো টুর্নামেন্ট জুড়ে সমর্থন করার জন্য ধন্যবাদ ৷ বিশেষত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে ধন্যবাদ ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য ৷ আমরা ফিরে আসব !’’

শামি গতকাল 7 ওভার বল করে 47 রান দিয়ে 1টি উইকেট তুলে নেন ৷ শেষ 6 ম্যাচে তাঁর বোলিংয়েই প্রতিপক্ষের টপ-অর্ডার থেকে মিডল ও লোয়ার-অর্ডার ধরাশায়ী হয়েছে ৷ যদিও, সেই সব ম্যাচে শামি ওয়ান-চেঞ্জ হিসেবে বোলিং করেছিলেন ৷ কিন্তু, গতকাল মহম্মদ সিরাজের বদলে বুমরার সঙ্গে নতুন বলে শুরুটা শামি করেছিলেন ৷ ফ্লাডলাইটে নতুন বলের স্যুইং সামলে উইকেট তোলা শামির পক্ষে কার্যত অসাধ্য হয়ে উঠেছিল ৷ সঙ্গে ছিল ঠান্ডা আবহাওয়ায় বলে সিম-মুভমেন্ট ৷ ফলে অধিকাংশ ক্ষেত্রে ওয়াইড ও বাই রান গিয়েছে বঙ্গ পেসারের বিপক্ষে ৷

ভারতীয় ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী পেপটকে কী বলেছেন ? তা এখনও অজানা ৷ কিন্তু, সেই ছবি রবীন্দ্র জাদেজাও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ জাড্ডু লেখেন, ‘‘আমাদের জন্য একটা অসাধারণ টুর্নামেন্ট ছিল ৷ কিন্তু, একধাপ আগে গতকাল আমাদের থেমে যেতে হল ৷ আমাদের সকলের হৃদয় ভেঙেছে ৷ কিন্তু, আমাদের সমর্থনে সকলে রয়েছেন ৷ প্রধানমন্ত্রী আমাদের ড্রেসিংরুমে এসেছিলেন, যা খুবই অনুপ্রেরণার ছিল ৷’’

আরও পড়ুন:

  1. এই মুহূর্তগুলি সারাজীবন মনে থেকে যাবে, জানালেন অজিদের প্রথম পেস বোলার অধিনায়ক
  2. 'রূপকথার স্বপ্নভঙ্গ', ট্রফি জয় অধরাই থেকে গেল বিশ্বকাপের সেরা উইকেট শিকারির
  3. হেরেও রোহিতস্তুতি দ্রাবিড়ের গলায়, দলে তাঁর ভবিষ্যত নিয়ে জারি রাখলেন ধোঁয়াশা
Last Updated : Nov 20, 2023, 6:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details