আমেদাবাদ, 20 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাঁধে মাথা রেখে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গের হতাশা সাময়িকভাবে ভোলার চেষ্টা করছেন মহম্মদ শামি ৷ প্রধানমন্ত্রী পালটা মাথায় হাত বুলিয়ে ভারতীয় পেসারের ৷ সোশাল মিডিয়ায় এই ছবিই এখন ভাইরাল ৷ ম্যাচের পরে ভারতীয় ড্রেসিংরুমের হৃদয় ছুঁয়ে যাওয়া এই ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং ভারতীয় পেসার ৷ সঙ্গে তিনি লিখেছেন, ‘‘দুর্ভাগ্যবশত দিনটা আমাদের ছিল না ৷’’
সদ্য শেষ হওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামি 7 ম্যাচে 24 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ৷ পুরো টুর্নামেন্টে তাঁর দুরন্ত পারফরম্যান্সে ভারত বিশ্বকাপ ফাইনালের আগে পর্যন্ত অপরাজেয় ছিল ৷ কিন্তু, ভাগ্যের পরিহাসে ফাইনাল ম্যাচেই কোনও কিছুই ভারতীয় দলের সঙ্গে যায়নি ৷ তাই মোদির সেই সান্ত্বনার ছবি পোস্ট করে শামি লিখেছেন, ‘‘দুর্ভাগ্যবশত গতকাল আমাদের দিন ছিল না ৷ প্রত্যেক ভারতীয়কে আমাদের দল এবং আমাকে পুরো টুর্নামেন্ট জুড়ে সমর্থন করার জন্য ধন্যবাদ ৷ বিশেষত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে ধন্যবাদ ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য ৷ আমরা ফিরে আসব !’’
শামি গতকাল 7 ওভার বল করে 47 রান দিয়ে 1টি উইকেট তুলে নেন ৷ শেষ 6 ম্যাচে তাঁর বোলিংয়েই প্রতিপক্ষের টপ-অর্ডার থেকে মিডল ও লোয়ার-অর্ডার ধরাশায়ী হয়েছে ৷ যদিও, সেই সব ম্যাচে শামি ওয়ান-চেঞ্জ হিসেবে বোলিং করেছিলেন ৷ কিন্তু, গতকাল মহম্মদ সিরাজের বদলে বুমরার সঙ্গে নতুন বলে শুরুটা শামি করেছিলেন ৷ ফ্লাডলাইটে নতুন বলের স্যুইং সামলে উইকেট তোলা শামির পক্ষে কার্যত অসাধ্য হয়ে উঠেছিল ৷ সঙ্গে ছিল ঠান্ডা আবহাওয়ায় বলে সিম-মুভমেন্ট ৷ ফলে অধিকাংশ ক্ষেত্রে ওয়াইড ও বাই রান গিয়েছে বঙ্গ পেসারের বিপক্ষে ৷
ভারতীয় ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী পেপটকে কী বলেছেন ? তা এখনও অজানা ৷ কিন্তু, সেই ছবি রবীন্দ্র জাদেজাও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ জাড্ডু লেখেন, ‘‘আমাদের জন্য একটা অসাধারণ টুর্নামেন্ট ছিল ৷ কিন্তু, একধাপ আগে গতকাল আমাদের থেমে যেতে হল ৷ আমাদের সকলের হৃদয় ভেঙেছে ৷ কিন্তু, আমাদের সমর্থনে সকলে রয়েছেন ৷ প্রধানমন্ত্রী আমাদের ড্রেসিংরুমে এসেছিলেন, যা খুবই অনুপ্রেরণার ছিল ৷’’
আরও পড়ুন:
- এই মুহূর্তগুলি সারাজীবন মনে থেকে যাবে, জানালেন অজিদের প্রথম পেস বোলার অধিনায়ক
- 'রূপকথার স্বপ্নভঙ্গ', ট্রফি জয় অধরাই থেকে গেল বিশ্বকাপের সেরা উইকেট শিকারির
- হেরেও রোহিতস্তুতি দ্রাবিড়ের গলায়, দলে তাঁর ভবিষ্যত নিয়ে জারি রাখলেন ধোঁয়াশা