পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত শামি, কুম্বলেকে টপকে গেলেন বঙ্গপেসার - অনিল কুম্বলেকে টপকে উঠে এলেন তিন নম্বরে

বল হাতে নেমেই এদিন উইল ইয়ংয়ের উইকেট ছিটকে দেন বাংলার পেসার ৷ দেশের জার্সিতে উইকেট নেওয়ার নিরিখে অনিল কুম্বলেকে টপকে মহম্মদ শামি উঠে এলেন তিন নম্বরে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 3:12 PM IST

Updated : Oct 22, 2023, 4:07 PM IST

ধরমশালা, 22 অক্টোবর: শার্দূল ঠাকুর ‘ব্যাটিং’ জানায় একাদশে জায়গা মিলছিল না ৷ এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফিরেই যাবতীয় উপেক্ষার জবাব দিলেন মহম্মদ শামি ৷ দেশের জার্সিতে উইকেট নেওয়ার নিরিখে অনিল কুম্বলেকে টপকে উঠে এলেন তিন নম্বরে ৷ নয়া রেকর্ড গড়ে ‘দ্রাবিড় অ্যান্ড কোং’কে বুঝিয়ে দিলেন ইউটিলিটি বোলারের বোলিংটাই ব্রহ্মাস্ত্র ৷ তাতে শান দিয়েই বিপক্ষের ত্রাস হয়ে উঠছেন তিনি ৷

চলতি বিশ্বকাপে প্রথমবার মাঠে নামলেন দলের অন্যতম সেরা বোলার ৷ বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে কুম্বলের সঙ্গে একাসনে ছিলেন শামি ৷ দু’জনেরই ঝুলিতে ছিল 31টি করে উইকেট ৷ ইয়ংকে তুলে নিয়ে সেই সংখ্যাটাই আরেক বাড়িয়ে নিলেন শামি ৷ সামনে রয়েছেন শুধু জাভাগল শ্রীনাথ ও জাহির খান ৷ বিশ্বকাপের মঞ্চে শ্রীনাথ নিয়েছেন 44টি উইকেট, জাহিরের ঝুলিতে রয়েছে 44টি ৷ তালিকায় 28 উইকেট নিয়ে 5 নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরা ৷

কুম্বলেকে টপকে গেলেন বঙ্গপেসার

12 নম্বর ইনিংসে বল করতে নেমে 32তম উইকেট শিকার করেছেন শামি ৷ 31 উইকেট নিতে কুম্বলে নিয়েছিলেন 18টি ইনিংস ৷ 44 উইকেট নিতে শ্রীনাথ নিয়েছিলেন 33টি ইনিংস, 23টি ইনিংস নিয়েছিলেন জাহির ৷ 14 ইনিংসে 28 উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা ৷ তালিকায় ইকোনমি রেটের বিচারে সেরা শামিই ৷

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, তিন ফরম্যাটে ভারতের সেরা সক্রিয় বোলার যদি কেউ উঠে থেকে থাকেন, তবে তিনি মহম্মদ শামি ৷ তাঁর বৈচিত্র্য ও গতির সঙ্গে সিমের ব্যবহার শামিকে বিশ্বের অন্যতম সেরা পেস বোলার করে তুলেছে ৷ তা সে ভারত হোক কিংবা ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া ৷ সর্বত্র নতুন ও পুরনো বলে সফল হয়েছেন মহম্মদ শামি ৷ বিশ্বকাপের মঞ্চে দলের অন্যতম পেস ব্যাটারিকেই উপেক্ষা করছিল টিম ম্যানেজমেন্ট ৷ মাঠে ফিরে সেই যেন সেই উপেক্ষারই জবাব দিলেন ‘মেন ইন ব্লু’র পেস স্টার ৷

আরও পড়ুন: টেবিল-টপারদের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া

Last Updated : Oct 22, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details