মুম্বই, 16 ডিসেম্বর: বিশ্বকাপের সময় গোড়ালিতে চোট লেগেছিল শামির। তা সত্ত্বেও ওই টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছিলেন তিনি। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম এর আগে ইঙ্গিত দিয়েছিল যে সম্পূর্ণ ফিট হতে শামির বেশ কিছুদিন সময় লাগবে। তাই হয়তো পেসারকে ভারত-সাউথ আফ্রিকা সিরিজে পাওয়া যাবে না ৷ সেই আশঙ্কাই সত্যি হল ৷ শনিবার সকালে বিসিসিআই এক্স হ্যান্ডেলে জানায়, চোটের জন্যে ছিটকে গেলেন মহম্মদ শামি ৷ অন্যদিকে, রবিবার অর্থাৎ আগামিকাল থেকে শুরু হতে চলা ওয়ান-ডে সিরিজে দীপক চাহার খেলতে পারবেন না বলে, তাঁর পরিবর্তে জায়গা পেলেন বাংলা থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া পেসার আকাশদীপ।
আগামিকাল থেকে ওয়ান্ডার্সে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পারিবারিক কারণে দেশে ফিরে যেতে হবে বলে ওয়ানডে সিরিজে খেলছেন না টিম ইন্ডিয়ার তারকা পেসার অলরাউন্ডার দীপক চাহার। চাহারের পরিবর্তে ওয়ানডে সিরিজে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে বাংলার 27 বছরের পেসার আকাশ দীপকে। এদিকে, আগামী 26 ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দু-ম্যাচের টেস্ট সিরিজ।