মুম্বই, 14 অক্টোবর:চোট পেয়ে বিশ্বকাপের দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীতবুমরা । তাঁর পরিবর্তে 15 জনের দলে এলেন মহম্মদ শামি । অস্ট্রেলিয়ার পিচে শামির অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মত পোষণ করেছিলেন প্রাক্তনরা (T-20 World Cup Squad) । এদিন তাঁকেই দলে অন্তর্ভুক্তির কথা ঘোষণা করে বিসিসিআই । প্রথমে 15 জনের দলে না-নেওয়া হলেও শামিকে রিজার্ভ দলে রাখা হয়েছিল (Mohammed Shami replaces Jasprit Bumrah)।
শেষ টি-20 বিশ্বকাপের পর ভারতের হয়ে কুড়ি-বিশের ফর্ম্যাটে মাঠে নামেননি শামি । করোনাক্রান্ত হওয়ায় ছিলেন না অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজেও । সেই শামির অভিজ্ঞতাকেই ক্যাঙারুদের দেশের কঠিন পিচে কাজে লাগাতে চাইছে রোহিত শর্মার দল ।