নয়াদিল্লি, 8 জানুয়ারি: 25 জানুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৷ আর সিরিজ শুরুর আগেই বড়সড় ধাক্কা ভারতীয় দলে ৷ গোড়ালির চোটের কারণে, সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না মহম্মদ শামি ৷ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, শামি এখনও বোলিং শুরু করেননি ৷ আর তাঁর চোটের পরিস্থিতি সম্পর্কে জানতে শামিকে সবার আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি অর্থাৎ, এনসিএ-তে যেতে হবে ৷ কিন্তু, ভারতের তারকা পেসার এখনও এনসিএ-র সঙ্গে যোগাযোগ করেননি ৷
উল্লেখ্য, গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও বাদ পড়েছিলেন তিনি ৷ প্রথমে তাঁকে প্রাথমিক দলে রাখা হয়েছিল ৷ কিন্তু, পুরোটাই নির্ভর করছিল, শামির চোট সারার উপর ৷ কিন্তু, চোট থেকে সেরে না ওঠায় দল থেকে বাদ পড়েছিলেন ৷ এবার ঘরের মাঠে টেস্ট সিরিজ থেকেও সাময়িকভাবে ছিটকে গেলেন ৷
তবে, শুধু শামি নন ৷ সূর্যকুমার যাদবও এবার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে যাচ্ছেন ৷ গোড়ালির চোটের জন্য কমপক্ষে দু’মাসের জন্য আগেই মাঠের বাইরে ছিলেন ৷ যে কারণে, ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে টি-20 সিরিজে খেলতে পারছেন না তিনি ৷ এবার সূর্যকুমারের হার্নিয়া ধরা পড়েছে বলে খবর ৷ যার জেরে তাঁর অস্ত্রোপচার করা হতে পারে ৷ জানা গিয়েছে, বিসিসিআই সূর্যকুমারের হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছে ৷ খুব সম্ভবত তাঁকে অস্ত্রোপচারের জন্য বিদেশে পাঠানো হতে পারে ৷ মূলত, আইপিএল-এর সময় যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন, সেই কারণে স্কাইকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে ৷
মহম্মদ শামি এবং সূর্যকুমার যাদব প্রসঙ্গে বোর্ডের একটি সূত্রকে উল্লেখ করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, "শামি এখনও বোলিং শুরু করেননি ৷ ওকে এনসিএ-তে আসতে হবে এবং নিজের ফিটনেস পরীক্ষা দিতে হবে ৷ ওকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে পাওয়া যাবে না বলে মনে হচ্ছে ৷ আর যাদবের ক্ষেত্রে বিষয়টা অন্য ৷ ওকে আগের থেকে অনেক বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে ৷ ওর হার্নিয়ার অস্ত্রোপচারের পর, আবার অনুশীলন শুরু করতে 8-9 মাস সময় লাগবে ৷ আশা করা হচ্ছে ও আইপিএল-এর সময় ফিট থাকবে ৷" তবে, শামির ক্ষেত্রে বোর্ডের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হবে বলে সূত্রের তরফে জানানো হয়েছে ৷
আরও পড়ুন:
- রিকির দেড়শোয় পিছিয়ে পড়ল বাংলা, রঞ্জি ওপেনারে মনোজদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট
- ফুটবল আঙিনায় ফের খসল তারা, আটাত্তরে চলে গেলেন বেকেনবাওয়ার
- মেয়রস কাপ জিতল সেন্ট জনস পাবলিক স্কুল, প্রশংসা সিএবি প্রেসিডেন্টের