নাগপুর, 11 ফেব্রুয়ারি: ছিল রুমাল (বোলার), হয়ে গেল বেড়াল (ব্যাটার) । উলটপুরাণের সাক্ষী বিদর্ভের বাইশ গজ । বুমরার অনুপস্থিতিতে দলের প্রধান পেসার তিনিই । বল হাতে অবশ্য দাগ কাটার মতো কিছু একটা করতে পারেননি মহম্মদ শামি। তাও দিনের শেষে নয়া রেকর্ডধারীদের তালিকায় জ্বলজ্বল করছে তাঁর নাম (Mohammed Shami) । শুধু তাই নয়, ওই রেকর্ডে বিরাট কোহলিকে টপকে গিয়েছেন 'ব্যাটার' শামি (Mohammed Shami has more Sixes Than Virat Kohli and Yuvraj Singh in Test Format) ।
নাগপুরে বোলার শামিকে ছাপিয়ে গিয়েছেন ব্যাটার শামি । দলের হয়ে ব্যাট করতে নেমে ধুমধাড়াক্কা ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে । 47 বলে 37 রানের দুরন্ত ইনিংস এসেছে টেল-এন্ডারের ব্যাট থেকে । অজিদের হয়ে 7 উইকেট নিয়েছেন টড মরফি । দলের সবচেয়ে সফল বোলারকেই জোড়া ছক্কা মারেন তিনি । প্রথমটি উড়ে যায় কভারের উপর দিয়ে, দ্বিতীয়বার ডিপ মিড উইকেট দিয়ে গ্যালারিতে বল আছড়ে পড়ে । যে উইকেটে দু'ইনিংসেই ধস নেমেছে অজিদের ইনিংসে, সেখানেই 2 চার ও 3 ছক্কায় ঝকঝকে ইনিংস গড়েছেন তিনি । কোনও বোলারকেই রেয়াত করেননি তিনি ।