মুম্বই, 2 নভেম্বর: চলতি বিশ্বকাপের শুরুতে শার্দূল ঠাকুর ‘ব্যাটিং’ জানায় একাদশে জায়গা মিলছিল না ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত বোলিংয়ে মহম্মদ শামি বুঝিয়ে দিলেন কেন তিনি সেরা । বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে উইকেট নেওয়ার নিরিখে শীর্ষে পৌঁছে গেলেন বাংলার পেসার । চলতি বিশ্বকাপে দ্বিতীয়বার 5 উইকেট নিয়ে শামি টপকে গেলেন জাহির খান, জাভাগল শ্রীনাথকে । বঙ্গের পেসস্টারের নামের পাশে এখন 45টি বিশ্বকাপ উইকেট । একইসঙ্গে বিশ্বকাপে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার নিরিখে ছুঁয়ে ফেললেন মিচেল স্টার্ককেও । এই নিয়ে 3বার এক ইনিংসে 5 উইকেট নিলেন শামি ।
চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৷ কিউয়িদের বিরুদ্ধে মাঠে ফিরেই যাবতীয় উপেক্ষার জবাব দিয়েছিলেন মহম্মদ শামি ৷ দেশের জার্সিতে উইকেট নেওয়ার নিরিখে অনিল কুম্বলেকে টপকে উঠে এসেছিলেন তিন নম্বরে ৷ নয়া রেকর্ড গড়ে ‘দ্রাবিড় অ্যান্ড কোং’কে বুঝিয়ে দিয়েছিলেন ইউটিলিটি বোলারের বোলিংটাই ব্রহ্মাস্ত্র ৷ তাতে শান দিয়েই বিপক্ষের ত্রাস হয়ে উঠছেন তিনি ৷
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, তিন ফরম্যাটে ভারতের সেরা সক্রিয় বোলার যদি কেউ উঠে থেকে থাকেন, তবে তিনি মহম্মদ শামি ৷ তাঁর বৈচিত্র্য ও গতির সঙ্গে সিমের ব্যবহার শামিকে বিশ্বের অন্যতম সেরা পেস বোলার করে তুলেছে ৷ তা সে ভারত হোক কিংবা ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া ৷ সর্বত্র নতুন ও পুরনো বলে সফল হয়েছেন মহম্মদ শামি ৷