পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohammad Nabi : দেশের মানুষের মুখে হাসি ফেরাতে ভাল খেলাই অস্ত্র আফগান অধিনায়কের - AFG vs SCT

তালিবানি অভ্যুথ্থানের কারণে নবিদের বিশ্বকাপ প্রস্তুতিতেও বিঘ্ন ঘটেছে ব্যাপক ৷ তবে সব ভুলে মরুশহরে নিজেদের মেলে ধরতে বদ্ধপরিকর আফগান ক্রিকেটাররা ৷ বলছেন নয়া অধিনায়ক ৷

Mohammad Nabi
দেশের মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর আফগান অধিনায়ক

By

Published : Oct 24, 2021, 9:28 PM IST

দুবাই, 24 অক্টোবর : দেশজুড়ে চরম রাজনৈতিক অস্থিরতা ৷ তালিবানি শাসনে ভাল নেই আফগানিস্তান ৷ এমতাবস্থায় টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে সোমবার মাঠে নামছে আফগানরা ৷ প্রতিপক্ষ স্কটল্যান্ড ৷ দেশে দমবন্ধ পরিস্থিতিতে ভাল খেলার অনুপ্রেরণা কী? আফগান অধিনায়ক মহম্মদ নবি বলছেন, দেশের ভাই-বোনেদের মুখে হাসি ফিরিয়ে আনাই লক্ষ্য তাঁদের ৷

সাংবাদিক সম্মেলনে নবি বলেন , "দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে ৷ তারা এখন ক্রিকেটকে আঁকড়েই বাঁচতে চাইছে ৷ আমরা যদি টুর্নামেন্টে ভাল করার লক্ষ্য নিয়ে নামি এবং সেটা করতে পারি তাহলে দেশের মানুষের মুখে আবার হাসি ফিরবে ৷ ঈশ্বরের কৃপায় আমরা বিশ্বকাপে ভাল ফল করলে ছবিটা পালটে যাবে বলে বিশ্বাস করি ৷"

সেদেশে তালিবানি অভ্যুথ্থানের কারণে নবিদের বিশ্বকাপ প্রস্তুতিতেও বিঘ্ন ঘটেছে ব্যাপক ৷ তবে সব ভুলে মরুশহরে নিজেদের মেলে ধরতে বদ্ধপরিকর আফগান ক্রিকেটাররা ৷ বলছেন নয়া অধিনায়ক ৷ নবির কথায়, "গত কয়েকমাস ধরে দেশে কী ঘটছে সবাই জানে ৷ তবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা প্রস্তুত ৷"

আরও পড়ুন : আসালঙ্কা-রাজাপক্ষের ব্যাটে 'টাইগার্স বধ' দ্বীপরাষ্ট্রের

দুবাই পৌঁছে জোড়া প্রস্তুতি ম্যাচ এবং নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়ে ছেলেরা নিজেদের তৈরি করে নিয়েছে বলে দাবি নবির ৷ পাশাপাশি দলে এমন 5-6 জন ক্রিকেটার রয়েছেন, যাঁরা গত কয়েকমাসে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন ৷ সেই সব ক্রিকেটারদের উপস্থিতি দলকে আরও চাঙ্গা করবে বলে মত সানরাইজার্স হায়দরাবাদ অল-রাউন্ডারের ৷

ABOUT THE AUTHOR

...view details