হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: সালটা 2000 ৷ ম্যাচ ফিক্সিংয়ের অন্ধকারে তলিয়ে গিয়েছে 'টিম ইন্ডিয়া' ৷ দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন দলের অন্যতম ভরসা, মাস্টার ব্লাস্টার ৷ সচিনের হাত থেকে সবে দায়িত্বের ব্যাটন গিয়েছে সৌরভের হাতে ৷ একঝাঁক তরুণ মুখকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন দাদা (Mohammad Kaif Pokes Sourav Ganguly) ৷
শুধু টিমের ভগ্ন মনোবল ফেরানোই নয়, দেশ-বিদেশে ম্যাচ জেতার 'কনফিডেন্স'ও দলের মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করছেন নাছোড়বান্দা বাঙালি তরুণ ৷ ব্য়াটিংয়ে সচিন-দ্রাবিড়-লক্ষণ, বোলিংয়ে ভরসা জোগাচ্ছেন জাহির-কুম্বলে জুটি ৷ কিন্তু 'মেন ইন ব্লু'র ফিল্ডিংয়ের জড়তা কাটিয়েছিলেন এক নবাগত, মহম্মদ কাইফ (Mohammad Kaif) ৷ গুরুত্বপূর্ণ সময়ে রান বাঁচিয়ে বেশ কিছু ম্যাচ এনে দিয়েছেন সৌরভের ঝুলিতে ৷ যুবরাজ-কাইফ-হরভজনদের মতো তারণ্যের উপর ভরসা করতে শুরু করেছেন ক্যাপ্টেনও ৷
যুবরাজ ব্যাটিংয়ের বাইরে বল হাতেও নজর কাড়ছেন ৷ উলটোদিকে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও প্রয়োজনে বাইশ গজ দাপাচ্ছেন ভাজ্জি ৷ কিন্তু, ব্যাট বা ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড় করানো ছাড়া কাইফকে ভাবতেই পারেননি সৌরভ ৷ প্রায় ছ'বছর টেস্ট দলে থাকলেও কাইফের হাতে মাত্র একটি ইনিংসেই বল তুলে দিয়েছিলেন দলনেতা ৷ ওডিআই-তে সেই সুযোগটাও মেলেনি ৷ কিন্তু সৌরভের সেই সব সিদ্ধান্ত কি ভুল ছিল ? বোলার কাইফকে ব্যবহার করতে পারলে কি আরও সাফল্য মিলত ? জাতীয় দলের জার্সি তুলে রাখার ষোল বছর পর এই প্রশ্ন তুললেন স্বয়ং কাইফ (Kaif Pokes Ganguly on not using him as a Bowler) ৷