বার্মিংহাম, 18 জুন: আইসিসি-র বিধিভঙ্গের অভিযোগ ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলির বিরুদ্ধে ৷ যার জেরে শাস্তির মুখে পড়তে চলেছেন তিনি ৷ অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেই বিতর্কে জড়ালেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ ক্রিকেটার ৷ আইসিসি-র ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, মইন আলির ম্যাচ ফি-র 25 শতাংশ কাটা যাবে ৷ তিনি আইসিসি সংসদের ধারা 2.20 অর্থাৎ, খেলার মূল্যবোধ লঙ্ঘন করেছেন ৷ লেভেল ওয়ানের অপরাধের জন্য মইন আলির উপর ওয়ান ডিমেরিট পয়েন্ট যোগ হবে ৷
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ডাকে সাড়া দিয়ে অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেছেন মইন আলি ৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ সিরিজে কামব্যাক করেছেন তিনি ৷ কিন্তু, বার্মিংহামে এজবাস্টনের প্রথম ম্যাচেই ক্রিকেটের স্পিরিট লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ ঠিক কী ধরনের অপরাধ করেছেন মইন ? আইসিসি-র প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দ্বিতীয়দিনের শেষ ঘণ্টায় অস্ট্রেলিয়ার ইনিংসের 89 তম ওভারে ঘটনাটি ঘটে ৷ বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন মইন আলি ৷ সেই সময় স্কাই স্পোর্টসের ক্যামেরায় ধরা পড়ে, মইন আলি তাঁর বোলিং আর্ম অর্থাৎ, ডানহাতের তালুতে শুকনো কিছু লাগাচ্ছেন ৷