নয়াদিল্লি, 26 জানুয়ারি :এবছর 73তম সাধারণতন্ত্র দিবস পালন করছে দেশবাসী ৷ 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে প্রতিবছরই পালন করা হয় মর্যাদার সঙ্গে ৷ সেই উদযাপনেই অভিনবত্ব এল ৷ সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশবাসীর পক্ষ থেকে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়াবিদদের ‘ভারতের সাধারণতন্ত্র দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন তিনি । প্রত্যুত্তরে আবার তাঁকে ধন্যবাদ জানালেন জন্টি রোডস, ক্রিস গেইলরা (Modi sends Republic Day wishes to Jonty Rhodes Chris Gayle) ৷
প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জন্টি রোডসের ভারত প্রেমের কথা প্রত্যেকেরই জানা ৷ এই দেশের প্রতি ভালবাসায় তিনি নিজের সন্তানের নামই রেখেছেন ‘ইন্ডিয়া’ ৷ যা উদ্ধৃত করে প্রধানমন্ত্রী তাঁকে লিখেছেন, ‘‘বহু বছর ধরেই, আপনি ভারত এবং এই দেশের সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন ৷ আপনি দেশের নামেই আপনার মেয়ের নাম রেখেছেন । দুই দেশের পারস্পারিক সম্পর্ক মজবুত রাখতে আপনার যথেষ্ট ভূমিকা রয়েছে ৷’’