পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

INDW vs ENGW 2nd ODI : বৃথা গেল মিতালীর অর্ধশতরান, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় খোয়াল ভারত

অধিনায়ক মিতালী রাজের পরপর দুই ম্যাচে অর্ধশতরান বৃথা গেল ৷ প্রথম একদিনের ম্যাচের মতো সিরিজ়ের দ্বিতীয় ম্যাচেও মিতালী অর্ধশতরান করলেন ৷ তবে সোফি ডাঙ্কলের লড়াকু অর্ধশতরান ও কেট ক্রসের 5 উইকেট ইংল্যান্ডের জয় তুলে নিতে সাহায্য করে ৷

মিতালী রাজ
মিতালী রাজ

By

Published : Jul 1, 2021, 9:28 AM IST

Updated : Jul 1, 2021, 11:12 AM IST

টনটন, 1 জুলাই : ইংল্যান্ড জয় করা হল না ভারতের মহিলা ক্রিকেট দলের ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট ড্র করলেও ওয়ান-ডে সিরিজ় খোয়াল ভারতীয় দল ৷ টনটনে দ্বিতীয় একদিনের ম্যাচ 5 উইকেটে হারলেন মিতালী রাজ, হরমনপ্রীত কাউররা ৷ প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে হারের ফলে তিন ম্যাচের সিরিজ় খোয়াল ভারত ৷

অধিনায়ক মিতালী রাজের পরপর দুই ম্যাচে অর্ধশতরান বৃথা গেল ৷ প্রথম একদিনের ম্যাচের মতো সিরিজ়ের দ্বিতীয় ম্যাচেও মিতালী অর্ধশতরান করলেন ৷ তবে সোফি ডাঙ্কলের লড়াকু অর্ধশতরান ও কেট ক্রসের 5 উইকেট ইংল্যান্ডের জয় তুলে নিতে সাহায্য করে ৷

টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে ডাকেন ইংল্যান্ড অধিনায়ক ৷ নির্ধারিত 50 ওভারে মাত্র 221 রান তোলে ভারত ৷ যার বেশিরভাগই আসে মিতালী রাজ ও শেফালী বর্মার ব্যাট থেকে ৷ 92 বলে 59 রান করেন মিতালী, অন্যদিকে 55 বলে 44 করেন ওপেনার শেফালী ৷

222 রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করলেও মাঝের ওভারে উইকেট হারায় ইংল্যান্ডও ৷ একসময় 133 রানে 5 উইকেট হারান থ্রি লায়নসরা ৷ তবে সোফি ডাঙ্কলে ও ক্যাথরিন ব্রান্টের ষষ্ঠ উইকেটে অপরাজিত 92 রানের পার্টনারশিপে ভর করে 15 বল বাকি থাকতেই ম্যাচ জেতে ইংল্যান্ড ৷ সোফি ডাঙ্কলে করেন অপরাজিত 73 রান ৷ ক্যাথরিন ব্রান্টের সংগ্রহ অপরাজিত 33 রান ৷ এছাড়া ওপেনার লাওরেন উইন্ডফিল্ড হিল করেন 82 রান ৷

আরও পড়ুন : শুভমন গিলের চোট, শিকে ছিঁড়তে চলেছে বাংলার ঈশ্বরণের ?

ব্যাট হাতে অধিনায়ক সফল হলেও কাঁধে ব্যাথা অনুভব করায় ফিল্ডিং করতে মাঠে নামেননি মিতালী ৷ তাঁর পরিবর্তে সহঅধিনায়ক হরমনপ্রীত কাউর দলকে নেতৃত্ব দেন ৷

Last Updated : Jul 1, 2021, 11:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details