বিশাখাপত্তনম, 19 মার্চ: মুম্বইয়ের 3 উইকেট ট্রেলার হলে, বিশাখাপত্তনমে মিচেল স্টার্কের 5 উইকেট ছিল 140 মিনিটের সিনেমা ৷ দ্বিতীয় ওয়ান ডে-তে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধরাশায়ী করলেন অজি পেসার (Mitchell Starc Steams Indian Top Calss Batting) ৷ নতুন বলে তাঁর পেস বোলিং সামলাতে রীতিমতো হিমশিম খেলন রোহিত শর্মা (13), শুভমন গিল (0), সূর্যকুমার যাদব (0), কেএল রাহুল (9) এবং মহম্মদ সিরাজ (0) ৷ শেষ উইকেট বাদ দিলে ভারতীয় ব্যাটিংয়ের মাথা থেকে শুরু করে মেরুদণ্ড পুরোটা একাই উপড়ে নিলেন তিনি ৷ 26 ওভারে মাত্র 117 রানে ড্রেসিংরুমে ফিরে গেলেন ভারতীয় ব্যাটাররা ৷
ভাইজাগে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ৷ প্রথমটায় সকলেই অবাক হয়েছিলেন ৷ কারণ পুরোপুরি শুকনো ও পাটা পিচে যে কেউ আগে ব্যাট করে বড় রান তুলতে চাইবে ৷ কিন্তু, অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট যে পিচকে সঠিক চিনেছিল তা প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার পেসাররা ৷ নতুন বলে স্টার্ক যেমন বিধ্বংসী ছিলেন ৷ তেমনি উলটোদিক থেকে সিন অ্যাবট এবং নাথন এলিস ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা নিলেন ৷ অ্যাবট 3 উইকেট নিয়েছেন ৷ আর ভারতীয় পিচে প্রথমবার খেলা এলিস তুলে নিলেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার (16) মূল্যবান উইকেট ৷