দুবাই, 19 ডিসেম্বর: নিলামের টেবিলেজাতীয় দলের অধিনয়াককে ছাপিয়ে গেলেন অজি স্পিডস্টার মিচেল স্টার্ক ৷ দিনের শুরুতে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হয়েছিলেন প্যাট কামিন্স ৷ অজি অধিনায়ক সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছিলেন 20 কোটি 50 লক্ষ টাকায় ৷ নিলামের টেবিলে কিছুক্ষণের মধ্যে সেই অংক ছাপিয়ে গেলেন স্টার্ক ৷ 24 কোটি 75 লক্ষ টাকায় তাঁকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স ৷ পার্সের 20 কোটিরও বেশি টাকা খরচ করে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দলে নিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু তাঁকেও ছাপিয়ে গেলেন স্টার্ক ৷
এর আগে 2015 সালে শেষবার আইপিএল খেলেছিলেন স্টার্ক ৷ 13 ম্যাচে শিকার করেছিলেন 20 উইকেট ৷ ইকোনমি রেট 6.76 ৷ আর বোলিং গড় 14.55 ৷ তখন তাঁকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ৷ বিরাট কোহলির অধিনায়কত্বে দলে খেলেছিলেন তিনি ৷ শাহরুখ খানের দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ তাঁর নেতৃত্বেই এবার দলে খেলবেন মিচেল ৷
আইপিএল-এর অকশন টেবিলে এর আগে এত টাকা পাননি কেউই ৷ কেকেআর এবার বড় বাজি খেলল বাঁ হাতি এই জোরে বোলারকে দলে এনে ৷ নিলামের আগে তাঁদের হাতে ছিল 32 কোটি 70 লক্ষ টাকা ৷ দিনের শুরুতে তাঁরা দলে এনেছিল কেএস ভরত, চেতন সাকারিয়াকে ৷ তবে দিনের সেরা ক্রয় অবশ্যই মিচেল ৷ 16 কোটি 25 লক্ষ টাকা করে পেয়েছিলেন ক্রিস মরিস এবং নিকোলাস পুরানও ৷ পুরানকে দলে নিয়েছিল লখনউ সুপারজায়েন্টস আর মরিস খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে ৷