পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অধিনায়ককে ছাপিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন স্টার্ক

IPL 2024 auction: অজি অধিনয়াককে ছাপিয়ে গেলেন মিচেল স্টার্ক ৷ আইপিএল-এ সবচেয়ে দামি খেলোয়াড় হলেন তিনি ৷ আট বছর পর ভারতীয় টি-20 লিগে ফিরে সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা জিতে নিলেন তিনি ৷

IPL 2024 auction
অধিনায়ককে ছাপিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন স্টার্ক

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 3:49 PM IST

Updated : Dec 19, 2023, 5:06 PM IST

দুবাই, 19 ডিসেম্বর: নিলামের টেবিলেজাতীয় দলের অধিনয়াককে ছাপিয়ে গেলেন অজি স্পিডস্টার মিচেল স্টার্ক ৷ দিনের শুরুতে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হয়েছিলেন প্যাট কামিন্স ৷ অজি অধিনায়ক সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছিলেন 20 কোটি 50 লক্ষ টাকায় ৷ নিলামের টেবিলে কিছুক্ষণের মধ্যে সেই অংক ছাপিয়ে গেলেন স্টার্ক ৷ 24 কোটি 75 লক্ষ টাকায় তাঁকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স ৷ পার্সের 20 কোটিরও বেশি টাকা খরচ করে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দলে নিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু তাঁকেও ছাপিয়ে গেলেন স্টার্ক ৷

এর আগে 2015 সালে শেষবার আইপিএল খেলেছিলেন স্টার্ক ৷ 13 ম্যাচে শিকার করেছিলেন 20 উইকেট ৷ ইকোনমি রেট 6.76 ৷ আর বোলিং গড় 14.55 ৷ তখন তাঁকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ৷ বিরাট কোহলির অধিনায়কত্বে দলে খেলেছিলেন তিনি ৷ শাহরুখ খানের দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ তাঁর নেতৃত্বেই এবার দলে খেলবেন মিচেল ৷

আইপিএল-এর অকশন টেবিলে এর আগে এত টাকা পাননি কেউই ৷ কেকেআর এবার বড় বাজি খেলল বাঁ হাতি এই জোরে বোলারকে দলে এনে ৷ নিলামের আগে তাঁদের হাতে ছিল 32 কোটি 70 লক্ষ টাকা ৷ দিনের শুরুতে তাঁরা দলে এনেছিল কেএস ভরত, চেতন সাকারিয়াকে ৷ তবে দিনের সেরা ক্রয় অবশ্যই মিচেল ৷ 16 কোটি 25 লক্ষ টাকা করে পেয়েছিলেন ক্রিস মরিস এবং নিকোলাস পুরানও ৷ পুরানকে দলে নিয়েছিল লখনউ সুপারজায়েন্টস আর মরিস খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে ৷

এদিন নিলামের টেবিলে গুজরাত টাইটান্সের সঙ্গে বিডে নেমেছিল কেকেআর ৷ তাদের হারিয়ে শেষ পর্যন্ত বেগুনি জার্সির জন্য নিশ্চিত হল মিচেলের নাম ৷ এর আগে 2023 সালে আইপিএল-এর নিলামে সবচেয়ে বেশি দর উঠেছিল স্যাম করনের জন্য ৷ 18 কোটি 75 লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে টেনেছিল পঞ্জাব কিংস ৷ সেই বছরই 17 কোটি 50 লক্ষ টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ানস ৷

2015 সালে দিল্লি ডেয়ারডেভিলস অর্থাৎ আজকের দিল্লি ক্যাপিটালস 16 কোটি টাকায় ঘরে তুলেছিল যুবরাজ সিংকে ৷ সেই সময় এটাই ছিল আইপিএল-এর সবচেয়ে দামি ক্রয় ৷ তবে এখন সময়টা বদলেছে ৷ বিশ্বকাপ ঘরে তোলা অস্ট্রেলিয়ানরা নিলামের টেবিলে কথায় কথায় মাত দিলেন অন্যদের ৷ যদিও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলও বেশ ভালো দর পেয়েছেন নিলামে ৷ তাঁকে দলে নিতে 14 কোটিরও বেশি টাকা খরচ করেছে চেন্নাই সুপার কিংস ৷

আরও পড়ুন:

  1. আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার কামিন্স, পার্স খালি করে বিশ্বজয়ী অধিনায়ককে কিনল সানরাইজার্স
  2. গতবার ডাহা ফেল! আজকের নিলামে নজরে থাকবেন যে পাঁচ ভারতীয় পেস বোলার
  3. 'অস্ট্রেলিয়ান প্লেয়ারদের চাহিদা থাকবে বেশি', ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
Last Updated : Dec 19, 2023, 5:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details