হায়দরাবাদ, 9 অক্টোবর: নিজামের শহরে নেদারল্যান্ডসকে হারিয়ে চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল নিউজিল্যান্ড ৷ আর 'ব্ল্যাক ক্যাপস'-এর সহজ জয়ে বল হাতে নেতৃত্ব দিলেন মিচেল স্যান্টনার ৷ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে ভারতের জল-হাওয়ার সঙ্গে ভালোই পরিচিত কিউয়ি স্পিনার ৷ সেই অভিজ্ঞতাকেই এদিন কাজে লাগালেন স্যান্টনার ৷ পাঁচ ডাচ ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরিয়ে দলকে 99 রানে জয় এনে দিলেন বাঁ-হাতি স্পিনার ৷ সেইসঙ্গে গড়লেন নজির ৷
কিংবদন্তি রিচার্ড হ্যাডলি এবং শেন বন্ডের রেকর্ড ছুঁয়ে তৃতীয় কিউয়ি বোলার হিসেবে বিশ্বকাপে পাঁচ উইকেট নিলেন স্যান্টনার ৷ তবে স্পিনার হিসেবে তিনিই প্রথম এই কৃতিত্ব ছুঁলেন ৷ 10 ওভার হাত ঘুরিয়ে 59 রানে 5 উইকেট নেন স্যান্টনার ৷ ফলত 323 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 223 রানেই গুটিয়ে গেল 'ডাচ'রা ৷ বিশ্বচ্যাম্পিয়নদের হেলায় হারানোর পর কেন উইলিয়ামসনহীন 'ব্ল্য়াক ক্যাপস' দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নিল ৷