পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Roger Binny on WTC Final: 'দল বাছাই ও পরিস্থিতি বুঝতে ব্যর্থ', টেস্ট চ্যাম্পিয়নশিপে হার নিয়ে প্রতিক্রিয়া রজার বিনির - BCCI

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের হার নিয়ে অবশেষে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ আর সেখানে টিম ম্যানেজমেন্টের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন এই ক্রিকেটার ৷

Roger Binny on WTC Final ETV BHARAT
Roger Binny on WTC Final

By

Published : Jun 17, 2023, 11:15 AM IST

কর্ণাটক, 17 জুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি ৷ কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা দল বাছাই ঠিক মতো করতে পারেননি বলে দাবি করলেন তিনি ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের 1 সপ্তাহ পর অবশেষে মুখ খুললেন বিনি ৷ এমনকী ওভালের পিচ ও প্রথমদিন সকালের পরিস্থিতি ভারতীয় ম্যানেজমেন্ট বুঝে উঠতে ব্যর্থ বলে দাবি করলেন রজার ৷

দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হারের মুখ দেখতে হয়েছে ভারতকে ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 209 রানের বড় হারের শিকার হয়েছেন রোহিত শর্মারা ৷ ভারতের পারফর্ম্যান্স, দল বাছাই-সহ একাধিক বিষয় নিয়ে প্রাক্তনীরা টিম ম্যানেজমেন্ট তথা কোচ রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মার দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ সেখানে বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার রজার বিনির মুখে দলের পারফর্ম্যান্স নিয়ে কোনও বক্তব্য শোনা যায়নি ৷ তবে, অবশেষে তিনি এ নিয়ে মুখ খুলেছেন ৷ আর তাঁর বক্তব্যে কারও নাম না থাকলেও, কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাই যে তাঁর আক্রমণের লক্ষ্য তা স্পষ্ট হয়ে গিয়েছে ৷

রজার মাইসরে একটি ট্রাক্টর শোরুমে গিয়েছিলেন ৷ সেখানেই ভারতীয় দলের পারফর্ম্যান্স নিয়ে তিনি বলেন, "অন্য পরিবেশে যখন খেলা হয়, তখন পিচের চরিত্র বুঝতে একটু সমস্যা হয় ৷ কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালেন প্রথমদিনে ভারত একেবারেই ভালো খেলতে পারেনি ৷ এমনকী দল বাছাইয়ের ক্ষেত্রেও ভুল হয়েছে ৷ তা না হলে, আমরা ম্যাচটা জিততে পারতাম ৷"

আরও পড়ুন:টপ-অর্ডার ব্যাটাররা যোগ্যতা অনুযায়ী পারফর্ম করেনি, সৌরভের কাছে স্বীকারক্তি রাহুলের

তবে, এখানেই থামনেনি রজার বিনি ৷ ক্রিকেটারদের যে টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে হবে, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, "আইপিএল-এর জন্য আন্তর্জাতিক ম্যাচে কোনও সমস্যা হওয়ার কথা নয় ৷ টি-20, ওডিআই ও টেস্টে ক্রিকেটের মধ্যে বিস্তর ফারাক রয়েছে ৷ আমাদের টেস্ট ক্রিকেটকে ভুলে গেলে চলবে না ৷ ক্রিকেটের ভবিষ্যৎ টেস্টে ফরম্যাটে রয়েছে ৷ দর্শকদের মনোরঞ্জনের জন্য আইপিএল হয় ৷ তাই টি-20 শুধু নয়, ওডিআই এবং টেস্ট ক্রিকেটেও সমানভাবে মানিয়ে নিতে হবে ৷ তবেই একজন ভালো ক্রিকেটার হওয়া যাবে ৷"

আরও পড়ুন: অ্যাসেজে অজিদের বিরুদ্ধে 'বাজবল' থিওরি থ্রি-লায়ন্সের

সরাসরি না হলেও, ক্রিকেটারদের আইপিএল তথা টি-20 ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টির সমালোচনা করেছেন রজার বিনি ৷ ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ফরম্যাটই যে সেরা সেটাও কার্যত বুঝিয়ে দিতে চেয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ আর তাই এটাও স্পষ্ট করে দিয়েছেন, আইপিএল শুধুই মনোরঞ্জনের মঞ্চ ৷ টেস্ট ম্যাচ ক্রিকেটের আদর্শ মঞ্চ ৷

ABOUT THE AUTHOR

...view details