পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

MICHAEL VAUGHN : কোহলির তিন ফাইনাল ম্যাচের তত্ত্বে টুইট খোঁচা ভনের - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

মাইকেল ভন কোহলির সঙ্গে একমত যে ফাইনাল এমন একটি ম্যাচ যেখানে ক্রিকেটারদের চরিত্র বোঝা যায় ৷ প্রসঙ্গত কোহলি বলেন, বিশ্বের সেরা টেস্ট টিম শুধুমাত্র তিন ম্যাচের ফাইনালেই বোঝা যাবে ৷ একটি ফাইনালে তা বোঝা প্রায় অসম্ভব ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

By

Published : Jun 24, 2021, 9:23 PM IST

সাউদাম্পটন, 24 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে 8 উইকেটে হারে ভারত ৷ তারপরই ভারত অধিনায়ক বিরাট কোহলি ফাইনালে তিনটি ম্যাচ করার কথা বলেন ৷ তবে সেই পরিকল্পনা বাস্তবে সম্ভব নয় বলে মত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের ৷

তবে মাইকেল ভন কোহলির সঙ্গে একমত যে ফাইনাল এমন একটি ম্যাচ যেখানে ক্রিকেটারদের চরিত্র বোঝা যায় ৷ প্রসঙ্গত কোহলি বলেন, বিশ্বের সেরা টেস্ট টিম শুধুমাত্র তিন ম্যাচের ফাইনালেই বোঝা যাবে ৷ একটি ফাইনালে তা বোঝা প্রায় অসম্ভব ৷

কোহলির কথার প্রেক্ষিতে ভন টুইট করেন ৷ লেখেন, ‘‘বর্তমান সূচিতে কি এটা সম্ভব? আইপিএল কি টুর্নামেন্ট 2 সপ্তাহ কাট ছাঁট করবে, যে সময়ে এই ম্যাচগুলি খেলা যাবে? এতে কি কোনও সন্দেহ আছে... যে দলগুলি জানে না ফাইনালে তাদের সেরাটা দিতে হবে ৷’’

আরও পড়ুন :নিউজ়িল্যান্ড, বৃষ্টি, রিজার্ভ-ডে আর স্বপ্নভঙ্গ

ম্যাচ হারার পর কোহলি তিন ম্যাচের ফাইনালের কথা বললেও, পরিষ্কার করে দেন এতে ম্যাচের ফলাফলের কোনও প্রভাব নেই ৷ তিনি মনে করেন ভবিষ্যতে যাঁরা টুর্নামেন্টের সূচি বানাবেন, তাঁরা বিষয়টি নিয়ে ভাববেন ৷

ABOUT THE AUTHOR

...view details