নয়াদিল্লি, 26 জুলাই: ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ফের যুক্ত হলেন প্রখ্যাত মনোবিদ প্যাডি আপটন ৷ 2011 সালের ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি ৷ জানা গিয়েছে, অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকবেন তিনি ৷ তাঁর সঙ্গে স্বল্প মেয়াদি চুক্তি করেছে বিসিসিআই ৷ বুধবার থেকেই কোচ রাহুল দ্রাবিড়ের দলে সাপোর্ট স্টাফ হিসেবে কাজ শুরু করবেন আপটন (Paddy Upton will join Indian Cricket Team) ৷
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক শীর্ষকর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, বুধবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচ থেকেই দায়িত্ব গ্রহণ করবেন প্যাডি, অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকবেন ৷ চার মাসের জন্য তাঁর সঙ্গে চুক্তি করা হয়েছে ৷ গ্যারি কার্স্টেন ভারতীয় ক্রিকেট দলের কোচ থাকার সময় মনোবিদ হিসেবে আপটন টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হন ৷ 2008 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি কাজ করেন ৷ তারপর থেকে বিভিন্ন সময়ে আইপিএলের বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন ৷ রাজস্থানে রয়্যালসে দ্রাবিড়ের সঙ্গেও কাজ করেছেন তিনি ৷