কলকাতা, 9 অগস্ট:অবসর ভেঙে ক্রিকেট মাঠে ফেরার চব্বিশ ঘণ্টার মধ্যে কোচ লক্ষীরতন শুক্লার সঙ্গে বৈঠক করলেন মনোজ তিওয়ারি । বুধবার সকালে লক্ষীরতন শুক্লার হাওড়ার অ্যাকাডেমিতে গিয়েছিলেন মনোজ । সেখানে দীর্ঘক্ষণ দু'জনের মধ্যে কথা হয়। নতুন মরশুমে বাংলা দল নিয়ে কী কী পরিকল্পনা করা হবে, তা নিয়ে দু'জনের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে ।
মনোজ তিওয়ারি অবসর ঘোষণার পরে সিএবি অধিনায়ক হিসেবে অনুস্টুপ মজুমদারের নাম নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল । কিন্তু মনোজ অবসর ভেঙে ফিরে আসায় সেই পরিকল্পনা আপাতত স্থগিত । সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, অধিনায়ক বেছে নেওয়ার বিষয়টি নির্বাচকরা ঠিক করবেন । বুধবার প্রস্তুতি ম্যাচের জন্য 25 সদস্যের দল বাছা হয়েছে । নির্বাচকমণ্ডলী এবং কোচ লক্ষীরতন শুক্লার উপস্থিতিতে এই বৈঠক হয় ।
পুদুচেরিতে আট দলের প্রস্তুতি প্রতিযোগিতায় অংশ নিতে 17 অগস্ট বাংলা দল রওনা হবে । এই দলের অধিনায়ক বাছা হয়নি । যেহেতু মনোজ তিওয়ারি লাল বলের ক্রিকেটে খেলবেন তাই সাদা বলের ম্যাচের জন্য অধিনায়ক বাছতে হবে । সেক্ষেত্রে কার হাতে নেতৃত্বের ব্যাটন ওঠে সেটাই দেখার ।