পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Lakshmi Ratan Meets Manoj Tiwary: লক্ষীরতনের সঙ্গে বৈঠকে মনোজ, বিশ্বকাপের নয়া সূচিতে স্বস্তি সিএবিতে - লক্ষীরতন শুক্লা

অবসর ভেঙে মাঠে ফেরার ঘোষণা করেছেন মনোজ তিওয়ারি ৷ ওই সিদ্ধান্ত ঘোষণার 24 ঘণ্টার মধ্যে বাংলা দলের কোচ লক্ষীরতন শুক্লার সঙ্গে বৈঠক করলেন তিনি ৷ বুধবার এই বৈঠক হয়েছে ৷

ETV Bharat
লক্ষীরতন শুক্তা ও মনোজ তিওয়ারি

By

Published : Aug 9, 2023, 10:54 PM IST

কলকাতা, 9 অগস্ট:অবসর ভেঙে ক্রিকেট মাঠে ফেরার চব্বিশ ঘণ্টার মধ্যে কোচ লক্ষীরতন শুক্লার সঙ্গে বৈঠক করলেন মনোজ তিওয়ারি । বুধবার সকালে লক্ষীরতন শুক্লার হাওড়ার অ্যাকাডেমিতে গিয়েছিলেন মনোজ । সেখানে দীর্ঘক্ষণ দু'জনের মধ্যে কথা হয়। নতুন মরশুমে বাংলা দল নিয়ে কী কী পরিকল্পনা করা হবে, তা নিয়ে দু'জনের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে ।

মনোজ তিওয়ারি অবসর ঘোষণার পরে সিএবি অধিনায়ক হিসেবে অনুস্টুপ মজুমদারের নাম নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল । কিন্তু মনোজ অবসর ভেঙে ফিরে আসায় সেই পরিকল্পনা আপাতত স্থগিত । সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, অধিনায়ক বেছে নেওয়ার বিষয়টি নির্বাচকরা ঠিক করবেন । বুধবার প্রস্তুতি ম্যাচের জন্য 25 সদস্যের দল বাছা হয়েছে । নির্বাচকমণ্ডলী এবং কোচ লক্ষীরতন শুক্লার উপস্থিতিতে এই বৈঠক হয় ।

পুদুচেরিতে আট দলের প্রস্তুতি প্রতিযোগিতায় অংশ নিতে 17 অগস্ট বাংলা দল রওনা হবে । এই দলের অধিনায়ক বাছা হয়নি । যেহেতু মনোজ তিওয়ারি লাল বলের ক্রিকেটে খেলবেন তাই সাদা বলের ম্যাচের জন্য অধিনায়ক বাছতে হবে । সেক্ষেত্রে কার হাতে নেতৃত্বের ব্যাটন ওঠে সেটাই দেখার ।

এদিকে বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করেছে আইসিসি । সেখানে 12 নভেম্বরের ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে 11 নভেম্বর করা হয়েছে । যেহেতু 12 নভেম্বর কালীপুজো তাই ম্যাচ আয়োজনে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে লালবাজার থেকে আপত্তি তোলা হয়েছিল । পরিস্থিতি এবং সমস্যা জানিয়ে সিএবি পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের দিন পরিবর্তনের আবেদন করেছিল । সেই আবেদন মান্যতা পাওয়ায় সিএবি স্বাভাবিকভাবেই স্বস্তিতে ।

আরও পড়ুন: হরমনপ্রীতের জোড়া গোলে ধরাশায়ী পাকিস্তান, শীর্ষে থেকে সেমিতে ভারত

সরকারিভাবে এই নিয়ে কোনও মন্তব্য করা না-হলেও, দিন বদল না হলে সমস্যা হত বলে সবাই স্বীকার করছেন । এদিকে সিএবি জুড়ে সংস্কারের কাজ চলছে । পাশাপাশি নতুন মরসুম এগিয়ে নিয়ে আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে । সেই জন্য বুধবার সব মাঠের কিউরেটরদের সঙ্গে বৈঠক করল সিএবি । নতুন মরসুম নভেম্বর থেকে শুরু করে মার্চে শেষ করতে চায় রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থা ৷

ABOUT THE AUTHOR

...view details