পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav Ganguly remains Stable : সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল হাসপাতাল - সুস্থই রয়েছেন করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়

করোনা আক্রান্ত হয়ে সোমবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গাঙ্গুলি ৷ তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে আজ হাসপাতালের তরফে জানানো হল (Medical bulletin says Sourav Ganguly remains hemodynamically stable) ৷

medical bulletin says sourav ganguly remains hemodynamically stable
Sourav Ganguly remains Stable : সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল হাসপাতাল

By

Published : Dec 29, 2021, 3:21 PM IST

Updated : Dec 29, 2021, 3:46 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর : উদ্বেগের কারণ নেই ৷ সুস্থই রয়েছেন করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় (Medical bulletin says Sourav Ganguly remains hemodynamically stable) ৷ বুধবার সৌরভের মেডিক্যাল বুলেটিনে এমনই জানানো হয়েছে ৷

প্রসঙ্গত, সোমবার গভীর রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসে ৷ মঙ্গলবারও ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়েছিল ৷

সেখানে জানানো হয়, বিসিসিআই-এর সভাপতি সৌরভের (BCCI President Sourav Ganguly) চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে ৷ বোর্ডের মাথায় রয়েছেন ড. দেবী শেট্টি ও ড. আফতাব খান ৷

আরও পড়ুন :Sourav Ganguly Covid positive : সৌরভের চিকিৎসায় দেবী শেট্টির তত্ত্বাবধানে মেডিক্যাল বোর্ড

বুধবার যে মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়েছে, সেখানে জানানো হয় যে সুস্থ আছেন সৌরভ ৷ স্বাভাবিক পরিবেশে তাঁর অক্সিজেনের মাত্রাও ঠিক আছে ৷ রাতে তাঁর ভাল ঘুম হয়েছে ৷ সকালে ও দুপুরে তিনি স্বাভাবিক খাওয়া-দাওয়াও করেছেন ৷

Last Updated : Dec 29, 2021, 3:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details