পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Australia ODI Squad: একদিনের সিরিজে মার্শ, ম্যাক্সওয়েলদের ফিরিয়ে শক্তি বাড়াল অস্ট্রেলিয়া - Australia ODI Squad

একদিনের ম্যাচের সিরিজের জন্য় দল ঘোষণা করল অস্ট্রেলিয়া ৷ চোট সারিয়ে দলে ফিরলেন ম্য়াক্সওয়েল, রিচার্ডসন থেকে শুরু করে মার্শ (Australia Squad For ODI series against India)৷

Australia Squad For ODI series against India
একদিনের ম্যাচের সিরিজের জন্য় দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

By

Published : Feb 23, 2023, 11:02 AM IST

Updated : Feb 23, 2023, 11:29 AM IST

নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি: আগামী মাসে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ ৷ এবার পঞ্চাশ ওভারের ম্যাচের সিরিজের জন্য় তাঁদের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া ৷ ইতিমধ্যেই চার ম্য়াচের টেস্ট সিরিজে 2-0 ফলাফলে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া ৷ রোহিত শর্মার দল নিজের মাটিতে দাপটের সঙ্গেই পরাস্ত করেছে ক্যাঙারু বাহিনীকে ৷ তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে 1 মার্চ থেকে ৷ এবার তার ঠিক আগেই একদিনের সিরিজের জন্য় দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আর সেই দলে ফিরলেন চোটের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ এবং ঝাই রিচার্ডসন(Australia Squad For ODI series against India)৷ এই তিনজনই চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন আগে ।

তিন ম্যাচের সিরিজে প্যাট কামিন্সের দলে থাকছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং লাবুশেনের মতো খেলোয়াড়রা ৷ এর আগে পায়ের চোটের জেরে দল থেকে ছিটকে গিয়েছিলেন ম্য়াক্সি আর অন্যদিকে মার্শের চোট ছিল গোড়ালিতে ৷ এবার তাঁরা ফিরে আসায় অজি দলের শক্তি যে বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বছরের শেষের দিকে ভারতেই আয়োজিত হতে চলেছে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ৷ তাই তার আগে ভারতের মাটিতে এই সিরিজ তাঁদের অনুশীলনের ভালো সুযোগ দেবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেলি ৷

বেলি বলেন, "বিশ্বকাপ শুরু হতে মাত্র সাত মাস বাকি ৷ আমাদের প্রস্তুতির জন্য় ভারতে এই ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ অক্টোবরের জন্য় আমরা যে দলের কথা ভাবছি তাতে ঝাই, গ্লেন এবং মিচেল অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় ৷" আগামী 17 মার্চ মুম্বইয়ে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ ৷ এই লড়াইয়ে এই তিন তারকার ক'জন প্রথম একাদশে থাকেন সেটাই দেখার ৷

ভারত অস্ট্রেলিয়ার বাকি দু'টি ম্য়াচ রয়েছে বিশাখাপত্তনম এবং চেন্নাইয়ে ৷ বিশাখাপত্তনমে 19 মার্চ এবং চেন্নাইয়ে 22 মার্চ কামিন্সদের মুখোমুখি হবেন রোহিতরা ৷ পরিসংখ্য়ান বলছে ভারতের বিরুদ্ধে ম্য়াক্সওয়েলের একদিনের ক্রিকেটে রেকর্ড বেশ ভালোই ৷ এই অজি ব্যাটার ভারতের বিরুদ্ধে মোট 28টি ওডিআই খেলে সংগ্রহ করেছেন 913 রান ৷ করেছেন চারটি অর্ধশতরানও ৷ অন্যদিকে, মিচেল মার্শ ভারতের বিরুদ্ধে খেলেছেন মোট 5টি একদিনের ম্যাচ ৷ আর তাতেই একটি শতরান রয়েছে তাঁর ৷ রেকর্ড ভালো ঝাইয়েরও । সবমিলিয়ে আগামী সিরিজ যে জমে উঠবে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:ব়্যাংকিংয়ে পদোন্নতি অশ্বিন জাড্ডুর, 'অজি বধ' করে প্রথম দশে দুই স্পিনার

অস্ট্রেলিয়ার একদিনের ম্যাচের সিরজের দল: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, মিচেল মার্শ, ঝাই রিচার্ডসন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, শন অ্যাবট, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, জশ ইঙ্গলিশ এবং অ্যাডাম জাম্পা ।

Last Updated : Feb 23, 2023, 11:29 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details