নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি: আগামী মাসে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ ৷ এবার পঞ্চাশ ওভারের ম্যাচের সিরিজের জন্য় তাঁদের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া ৷ ইতিমধ্যেই চার ম্য়াচের টেস্ট সিরিজে 2-0 ফলাফলে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া ৷ রোহিত শর্মার দল নিজের মাটিতে দাপটের সঙ্গেই পরাস্ত করেছে ক্যাঙারু বাহিনীকে ৷ তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে 1 মার্চ থেকে ৷ এবার তার ঠিক আগেই একদিনের সিরিজের জন্য় দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আর সেই দলে ফিরলেন চোটের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ এবং ঝাই রিচার্ডসন(Australia Squad For ODI series against India)৷ এই তিনজনই চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন আগে ।
তিন ম্যাচের সিরিজে প্যাট কামিন্সের দলে থাকছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং লাবুশেনের মতো খেলোয়াড়রা ৷ এর আগে পায়ের চোটের জেরে দল থেকে ছিটকে গিয়েছিলেন ম্য়াক্সি আর অন্যদিকে মার্শের চোট ছিল গোড়ালিতে ৷ এবার তাঁরা ফিরে আসায় অজি দলের শক্তি যে বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বছরের শেষের দিকে ভারতেই আয়োজিত হতে চলেছে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ৷ তাই তার আগে ভারতের মাটিতে এই সিরিজ তাঁদের অনুশীলনের ভালো সুযোগ দেবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেলি ৷
বেলি বলেন, "বিশ্বকাপ শুরু হতে মাত্র সাত মাস বাকি ৷ আমাদের প্রস্তুতির জন্য় ভারতে এই ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ অক্টোবরের জন্য় আমরা যে দলের কথা ভাবছি তাতে ঝাই, গ্লেন এবং মিচেল অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় ৷" আগামী 17 মার্চ মুম্বইয়ে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ ৷ এই লড়াইয়ে এই তিন তারকার ক'জন প্রথম একাদশে থাকেন সেটাই দেখার ৷