নয়াদিল্লি, 14 অক্টোবর : 17 অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ 24 অক্টোবর ভারত-পাক মহারণ ৷ এই ম্যাচই টুর্নামেন্টের ইউএসপি ৷ সমর্থক থেকে সম্প্রচার চ্যানেল, সবাই তাকিয়ে থাকে এই ম্যাচের দিকেই ৷ বরাবরের মতো এবারও বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের শুরু হল সম্প্রচার চ্যানেলে বিজ্ঞাপন ৷ মউকা মউকা বিজ্ঞাপনে এবার নতুন চমক, বাই ওয়ান ব্রেক ওয়ান ফ্রি ৷
24 অক্টোবর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত ৷ বিশ্বকাপের এই একটি ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ক্রিকেট ফ্যানেরা ৷ বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে হারানোর স্বাদ পায়নি পাকিস্তান ৷ ফলে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ থাকলেই মউকা মউকা বিজ্ঞাপনে দর্শকদের মন কাড়তে মাঠে নেমে পড়ে সম্প্রচার চ্যানেল ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ তবে ভারত-পাক ম্যাচের আগে মউকা মউকা বিজ্ঞাপন প্রথমবার দেখা গিয়েছিল 2015 ওয়ান ডে বিশ্বকাপে ৷