পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India vs Pakistan : বিশ্বকাপে ভারত-পাক মহারণ নিয়ে মউকা মউকা বিজ্ঞাপন ভাইরাল - মউকা মউকা বিজ্ঞাপন

মউকা মউকা বিজ্ঞাপনে বিপুল জনপ্রিয়তা পায় সম্প্রচার চ্যানেল ৷ তবে বিজ্ঞপনটি টিম ইন্ডিয়ার সমর্থকদের কাছে যতটা উৎফুল্লের, পাক সমর্থকদের কাছে ততটাই বিরক্তিকর ৷ এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে টানা পাঁচবার হারিয়েছে টিম ইন্ডিয়া ৷ এর মধ্যে 2007 সালে উদ্বোধনী সংস্করণে গ্রুপ পর্ব ও ফাইনালে পাকিস্তানকে হারায় ভারত ৷ তারপর 2012, 2014 এবং 2016 টি-20 বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে হারে পাকিস্তান ৷

India vs Pakistan
বিশ্বকাপে ভারত-পাক মহারণ নিয়ে মউকা মউকা বিজ্ঞাপন ভাইরাল

By

Published : Oct 14, 2021, 5:53 PM IST

নয়াদিল্লি, 14 অক্টোবর : 17 অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ 24 অক্টোবর ভারত-পাক মহারণ ৷ এই ম্যাচই টুর্নামেন্টের ইউএসপি ৷ সমর্থক থেকে সম্প্রচার চ্যানেল, সবাই তাকিয়ে থাকে এই ম্যাচের দিকেই ৷ বরাবরের মতো এবারও বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের শুরু হল সম্প্রচার চ্যানেলে বিজ্ঞাপন ৷ মউকা মউকা বিজ্ঞাপনে এবার নতুন চমক, বাই ওয়ান ব্রেক ওয়ান ফ্রি ৷

24 অক্টোবর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত ৷ বিশ্বকাপের এই একটি ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ক্রিকেট ফ্যানেরা ৷ বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে হারানোর স্বাদ পায়নি পাকিস্তান ৷ ফলে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ থাকলেই মউকা মউকা বিজ্ঞাপনে দর্শকদের মন কাড়তে মাঠে নেমে পড়ে সম্প্রচার চ্যানেল ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ তবে ভারত-পাক ম্যাচের আগে মউকা মউকা বিজ্ঞাপন প্রথমবার দেখা গিয়েছিল 2015 ওয়ান ডে বিশ্বকাপে ৷

আরও পড়ুন :বুর্জ খলিফায় উদ্ভাসিত বিরাটদের বিশ্বকাপ জার্সি

মউকা মউকা বিজ্ঞাপনে বিপুল জনপ্রিয়তা পায় সম্প্রচার চ্যানেল ৷ তবে বিজ্ঞপনটি টিম ইন্ডিয়ার সমর্থকদের কাছে যতটা উৎফুল্লের, পাক সমর্থকদের কাছে ততটাই বিরক্তিকর ৷ এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে টানা পাঁচবার হারিয়েছে টিম ইন্ডিয়া ৷ এর মধ্যে 2007 সালে উদ্বোধনী সংস্করণে গ্রুপ পর্ব ও ফাইনালে পাকিস্তানকে হারায় ভারত ৷ তারপর 2012, 2014 এবং 2016 টি-20 বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে হারে পাকিস্তান ৷ এবারও বিশ্বকাপে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ভারতকে এগিয়ে রাখছেন বিশেজ্ঞরা ৷

ABOUT THE AUTHOR

...view details