নাগপুর, 23 সেপ্টেম্বর: আউটফিল্ড ভিজে থাকায় ক্রমশ পিছিয়েছে ম্যাচ ৷ শেষ পর্যন্ত খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের প্রায় দু'ঘণ্টা পর ৷ কুড়ি-বিশের লড়াইয়ে নামিয়ে আনা হয়েছে আট ওভারের ম্যাচে ৷ শুক্রবারের 'বিঘ্নিত' ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা ৷ দাপট দেখিয়ে অজিরা বোর্ডে তুলেছিল 90 রান ৷
মরণবাঁচন ম্যাচে ত্রাতা হয়ে উঠলেন রোহিত ৷ ক্যাপ্টেনের ব্যাটে এল 20 বলে 46 রানের ঝকঝকে ইনিংস ৷ রাহুল-কোহলির ব্যর্থতার দিনে শর্মাজি'র অধিনায়কোচিত ইনিংসে ভর করে সিরিজে সমতা ফেরাল 'মেন ইন ব্লু' ৷ তিন ম্যাচের সিরিজের শেষ লড়াই রবিবার হায়দরাবাদে ৷