দুবাই, 3 নভেম্বর : অবশেষে জ্বলে উঠলেন মার্টিন গাপটিল ৷ সুপার 12-র তৃতীয় ম্যাচে এই ওপেনিং ব্যাটারের ঝোড়ো ইনিংসে ভর করে স্কটল্যান্ডকে 171 রানের লক্ষ্যমাত্রা দিল নিউজিল্যান্ড ৷ 56 বলে 93 রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে এদিন আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 3 হাজার রান পূর্ণ করলেন গাপটিল ৷ এছাড়া গ্লেন ফিলিপস করেন 33 রান ৷ তবে এই মিডল অর্ডার ব্য়াটার আরেকটু তৎপর হলে স্কটল্যান্ডের ঘাড়ে আরও রানের বোঝা চাপাতে পারত কিউয়িরা ৷
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্কটিশরা ৷ শুরু থেকেই আক্রমণের পথে হাঁটেন অভিজ্ঞ গাপটিল ৷ মূলত তাঁর ব্যাটেই এদিন কিউয়িদের ইনিংসের ভিত গড়ে ওঠে ৷ যদিও শুরুর দিকে এদিন সতীর্থ ব্যাটারদের সঙ্গ পাননি তিনি ৷ 52 রানে 3 উইকেট খুঁইয়ে ফেলে 'ব্ল্যাক ক্যাপসরা' ৷ তবে দুবাইয়ে এদিন 24 রান করতেই আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 3 হাজার রানের ক্লাবে ঢুকে পড়েন এই মারকুটে ওপেনার ৷