গ্রাস আইলেট, 15 জুলাই : অবশেষে ওয়েস্ট ইন্ডিজ় সফরে জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া ৷ মিচেল মার্শের অলরাউন্ড পারফরমেন্সে ভর করে নিকোলাস পুরানের দলকে হারাল অজ়ি ব্রিগেড ৷ ব্যাটে 75 রান করার পাশাপাশি বল হাতেও তুলে নিলেন তিনটি উইকেট ৷
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ৷ নির্ধারিত 20 ওভারে ক্যারিবিয়ানদের 190 রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া ৷ মিচেল মার্শের 75 রানের ইনিংস সাজানো ছিল 6টি বিশাল ছক্কা ও চারটি চারে ৷ অন্যদিকে অধিনায়ক অ্যারোন ফিঞ্চ করেন 37 বলে 53 রান ৷ অলরাউন্ডার ড্যান ক্রিস্টান অপরাজিত থাকেন 22 রানে ৷
ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে লেগ স্পিনার হেডেন ওয়ালশ জুনিয়র নেন তিনটি উইকেট ৷ এছাড়া ওশানে থমাস, আন্দ্রে রাসেল ও ফ্যাবিয়ান অ্যালেন প্রত্যেকে একটি করে উইকেট নেন ৷