মেলবোর্ন, 1 ডিসেম্বর: বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শের ট্রফির উপর পা রাখার ছবি তোলপাড় ফেলে দিয়েছিল সোশাল মিডিয়ায় ৷ এর জন্য ভারতীয় ভক্তদের রোষের মুখে পড়তে হয় অজি ক্রিকেটারকে ৷ তবে এ বার তিনি আত্মপক্ষ সমর্থনে যুক্তি দিলেন ৷ মার্শের দাবি, তিনি যা করেছেন তা আদৌ অসম্মানের ছিল না ৷ তাঁর যে আচরণ নিয়ে এত বিতর্কের সৃষ্টি হয়েছে, তা তিনি আবারও করতে দ্বিধাবোধ করবেন না বলেও সাফ জানিয়েছেন অজি অলরাউন্ডার ৷
আয়োজক দেশ ভারতকে ছয় উইকেটে পরাজিত করে ষষ্ঠ একদিনের বিশ্বকাপ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া ৷ আর এই কৃতিত্ব অর্জনের পরপরই অধিনায়ক প্যাট কামিন্স তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মিচেল মার্শের একটি ছবি শেয়ার করেন ৷ যেখানে দেখা গিয়েছে, বিশ্বকাপ ট্রফির উপর পা রেখে আরাম করছেন মার্শ ৷ এই ছবি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছিল সোশাল মিডিয়ায় ৷ অজি ক্রিকেটারের তীব্র সমালোচনায় মুখর হন নেট নাগরিকরা ৷
এ প্রসঙ্গে এতদিন পর মুখ খুললেন মিচেল মার্শ ৷ 'সেন রেডিয়ো'-তে তিনি বলেন, "সেই ছবিতে স্পষ্টতই কোনও অসম্মান বোঝানো হয়নি । আমি এত ভেবেচিন্তে এটা করিনি ৷ যদিও অনেকে আমায় বলেছেন, এটা ঠিক হয়নি ৷ তবু আমি আমি সোশাল মিডিয়াতে এই নিয়ে বিশেষ কিছু গুরুত্ব দিয়ে দেখিনি ৷ কারণ এতে দোষের কিছুই নেই ৷" এ কথা বলার পর মার্শকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি আবারও এই কাজ করবেন কি না ৷ জবাবে মার্শ বলেন যে, "সত্যি কথা বলতে কী, হ্যাঁ সম্ভবত করব ।"